শুক্রবার, ১০ জানুয়ারী, ২০২০, ১০:৫০:৫৯

আমবয়ানের মধ্য দিয়ে শুরু হলো ৫৫তম বিশ্ব ইজতেমা

আমবয়ানের মধ্য দিয়ে শুরু হলো ৫৫তম বিশ্ব ইজতেমা

নিউজ ডেস্ক: শুক্রবার (১০ জানুয়ারি) গাজীপুরের টঙ্গীতে বাদ ফজর আম বয়ানের মধ্য দিয়ে শুরু হয়েছে ৫৫তম বিশ্ব ইজতেমা। প্রতি বছরের মত এবারও দেশে-বিদেশের ধর্মপ্রাণ মুসল্লিরা ইজতেমা ময়দানে সমবেত হয়েছেন আল্লাহকে রাজি খুশি করার জন্য।

মুসলিম জাহানের এই বৃহত্তর গণজমায়েতে বয়ান পেশ করবেন দেশ-বিদেশের আলেমরা। এ ইজতেমা চলবে ১২ জানুয়ারি পর্যন্ত। আর দ্বিতীয় পর্ব চলবে ১৭ জানুয়ারি থেকে ১৯ জানুয়ারি পর্যন্ত।

জানা যায়, এবারও তাবলিগ জামাতের দুই পক্ষের বিবাদে বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে আলাদাভাবে। দুই ধাপেই অংশ নিবেন ৬৪ জেলার মুসল্লিরা। এবার কোনো পক্ষেরই পাঁচ দিনের প্রস্তুতিমূলক সমাবেশ ‘জোড়’ ইজতেমা মাঠে অনুষ্ঠিত হয়নি।

এদিকে, বৃহস্পতিবার সকাল থেকেই বাড়তি যানবাহন ও মুসল্লিদের চাপে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে তীব্র যানজ'ট দেখা দিয়েছে। এবারের বিশ্ব ইজতেমা সফল করতে পাঁচ স্তরের নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে।

এই বিষয়ে জেলা প্রশাসক এস এম তরিকুল ইসলাম জানান, ইজতেমা শুরুর আগের দিন থেকে টঙ্গী ও আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়েছে। এছাড়া বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণে ৩০টি ভ্রাম্যমাণ আদালত কাজ করবে। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে সহি সালামতে ইজতেমা পালন করার তাওফিক দান করুন। আমিন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে