শনিবার, ২৬ ডিসেম্বর, ২০১৫, ০৮:০৪:৪৭

জেলায় জেলায় ব্যালট পেপার যাচ্ছে

জেলায় জেলায় ব্যালট পেপার যাচ্ছে

ঢাকা: রাজধানীর তেজগাঁওয়ে গভর্নমেন্ট প্রিন্টিং প্রেস থেকে ছাপানো ব্যালট পেপার পাঠানো শুরু হয়েছে। শুক্রবার প্রথম ধাপে রংপুর, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের মোট ৩১টি জেলায় ব্যালট পেপার পাঠানো হয়েছে বলে জানা গেছে। শনিবার বাকি জেলার পৌরসভাগুলোতে ব্যালট পেপার পাঠানো হবে। প্রার্থিতা প্রত্যাহারের পরপরই পৌর নির্বাচনের ব্যালট পেপার ছাপার কাজ শুরু করে নির্বাচন কমিশন (ইসি)। তবে আদালতের আদেশে অনেকে প্রার্থিতা ফিরে পাওয়ায় নতুন করে ব্যালট পেপার ছাপানো নিয়ে বিপাকে পড়ে কমিশন। শেষ পর্যন্ত সব সমস্যা কাটিয়ে ছাপার কাজ শেষ করতে সক্ষম হয় তারা। পৌর নির্বাচন উপলক্ষে প্রায় আড়াই কোটি ব্যালট পেপার ছাপানো হয়েছে। আগামি ৩০ ডিসেম্বর সারা দেশে একযোগে ২৩৪টি পৌরসভায় মেয়র, কাউন্সিলর, সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে নির্বাচন হতে যাচ্ছে। এতে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টিসহ বেশ কয়েকটি রাজনৈতিক দল অংশ নিচ্ছে। ২৬ ডিসেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এসএম/ডিআরএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে