শুক্রবার, ১৭ জানুয়ারী, ২০২০, ০৫:৫০:৫৫

বিএনপির কাছে বিপ্লব আশা করলে হবে না: মির্জা ফখরুল

বিএনপির কাছে বিপ্লব আশা করলে হবে না: মির্জা ফখরুল

নিউজ ডেস্ক : বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি একটি উদারপ'ন্থী দল। এর কাছে কেউ বিপ্লব আশা করলে হবে না। শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের মিলনায়তনে এক গোলটেবিল বৈঠকে তিনি একথা বলেন।

এক যুগেরও বেশি সময় ধরে ক্ষমতার বাইরে থাকা বিএনপি আন্দোলনও করতে পারছে না, আবার বড় কোনো আন্দোলনেও যাচ্ছে না- দল এবং দলের বাইরে এমন সমালো'চনার মুখে বিএনপি মহাসচিব বলেন, বিএনপি তার নিজস্ব চরিত্র নিয়ে এগিয়ে যাবে। আমরা প্রতি মুহূর্তে আন্দোলনের মধ্যেই আছি।

কীভাবে প্রতি মু'হূর্তে আন্দোলনের মধ্যে আছেন- এর ব্যাখ্যা দিতে গিয়ে তিনি বলেন, আমরা কোর্টে যাই, আলোচনা করি, নির্বাচনে যাই সবই আন্দোলনের অংশ। এই আন্দোলনগুলোকে একসঙ্গে করে আমরা বড় আন্দোলনের দিকে এগিয়ে যাব।

ফখরুল বলেন, হঠাৎ করে কিছু করে নি'শ্চি'হ্ন হয়ে যেতে চাই না। আমাদের অভিজ্ঞতা আছে যে ২০১৪ সালের নির্বাচনের সময় এবং ২০১৫-তে আন্দো'লনের মধ্য দিয়ে আমাদের যে ক্ষ'তি হয়েছে সেই ক্ষ'তি পু'ষিয়ে উঠতে আমাদের এখনও অনেক বেগ পেতে হচ্ছে।

তিনি বলেন, বিএনপি ২০১৪ সালের সংসদ নির্বাচনে অংশ নেয়নি। ২০১৫ সালে সংসদ নির্বাচনের দাবিতে রাজপথে আন্দোলন শুরু করা হয়। কিন্তু টানা ৩ মাসের সেই আন্দোলন ছিল কার্যত নি'ষ্ফ'ল। তার মা'শুল এখনও গু'নতে হচ্ছে। বিপুলসংখ্যক নেতাকর্মী মামলার আ'সা'মি কারাগারে যান, অনেকে আ'ত্মগো'পনে। এ ছাড়া আন্দোলন চলাকালে না'শ'কতার ঘটনা বিএনপির ভা'বমূ'র্তিও সং'কটে পড়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে