শনিবার, ২৬ ডিসেম্বর, ২০১৫, ০৯:১৯:৪৮

প্রেসক্লাব সিলগালা

প্রেসক্লাব সিলগালা

ফেনী : ফেনী প্রেস ক্লাবে সাংবাদিকদের দুই গ্রুপের মুখোমুখি অবস্থানের কারণে প্রেসক্লাব কার্যালয় সিলগালা করে দিয়েছে জেলা প্রশাসন। শুক্রবার সন্ধ্যায় ফেনী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মুনিরা হক সিলগালা করেন। এসময় সহকারী পুলিশ সুপার (সার্কেল) মোঃ আমিরুল ইসলাম, ফেনী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহবুব মোর্শেদ, গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ প্রমুখ উপস্থিত ছিলেন। ফেনীতে কর্মরত সাংবাদিক ও প্রত্যক্ষদর্শীরা জানায়, দীর্ঘদিন থেকে ফেনী প্রেস ক্লাবের সাংবাদিকদের মাঝে নুরুল করিম মজুমদার-জমির উদ্দিন বেগ ও রফিকুল ইসলাম-শেখ ফরিদ উদ্দিন আক্তারের নেতৃত্বে দুটি দল এবং বিভক্তি দেখা যাচ্ছে। কিছুদিন ধরে দুটি পক্ষ কমিটি-পাল্টা কমিটি, পরস্পর বিরোধী জিডি ও উকিল নোটিশ প্রদান করে আসছে। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। ২৬ ডিসেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এসএম/ডিআরএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে