রবিবার, ১৯ জানুয়ারী, ২০২০, ০৭:৪৭:৫৪

এন্ড্রু কিশোরের চিকিৎসায় পূর্ণ সহায়তা দিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

এন্ড্রু কিশোরের চিকিৎসায় পূর্ণ সহায়তা দিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

নিউজ ডেস্ক : জনপ্রিয় কণ্ঠশিল্পী এন্ড্রু কিশোরের চিকিৎসার পুরো বিষয়টি তদা'রকি করার জন্য রোববার (১৯ জানুয়ারি) দুপুরে সিঙ্গাপুর দূতাবাসকে এই সং'ক্রা'ন্ত নির্দে'শনা দেয়া হয়েছে। বিষয়টি প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব আশরাফুল আলম খোকন নি'শ্চি'ত করেছেন।

এন্ড্রু কিশোরকে ৬টি সাইকেলে ২৪টি কেমো'থে'রাপি দিতে হবে। ইতোমধ্যে তার ১৭টি কেমো সম্পন্ন হয়েছে। মাঝে তার শারীরিক অ'সু'স্থতার কারণে কেমো'থেরাপি সাময়িক ব'ন্ধ রাখা হয়েছিল। তার শারীরিক অবস্থার উন্নতি হলে শনিবার (১৮ জানুয়ারি) থেকে তাকে আবারও কেমোথেরাপি দেওয়া শুরু হয়েছে।

এদিকে, এন্ড্রু কিশোরের স্নেহভাজন মোমিন বিশ্বাস জানান, ‘গত একমাস থেকে এন্ড্রু কিশোরের শারীরিক অবস্থার অ'বন'তি হলে তাকে কেমো'থেরাপি সাময়িক ব'ন্ধ রাখেন চিকিৎসকরা। তবে সেই সম'স্যা কাটিয়ে ওঠায় শুক্রবার (১৭ জানুয়ারি) কেমো'থেরাপি প্রস্তুত রাখা হয়। শনিবার (১৮ জানুয়ারি) সকাল থেকে পুনরায় কেমো'থেরাপি দেওয়া শুরু হয়েছে। এবার শুরু হলো ১৮তম কেমো'থেরাপিটি। এটা শেষ হলে আর এখনো ৬টি কেমো দেওয়া বাকি। 

বাংলাদেশের জনপ্রিয় সংগীতি শিল্পী এন্ড্রু কিশোর ক্যান্সার সন্দেহে ৯ সেপ্টেম্বর উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে যান। সেখানে বায়োপসি রিপোর্সে তার ক্যা'ন্সার ধ'রা পড়ে। পরে কেমো'থেরাপি দেয়া শুরু হয়। জনপ্রিয় এই শিল্পীর চিকিৎসায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর্থিক সহায়তা করেছেন। এছাড়া তার সহশিল্পীরাও তাকে সহায়তা করেছেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে