শনিবার, ২৬ ডিসেম্বর, ২০১৫, ১০:১৪:৩৬

কালাইয়ে ১৪৪ ধারা

কালাইয়ে ১৪৪ ধারা

জয়পুরহাট : এবার দুই প্রার্থীর পাল্টাপাল্টি প্রচারণা সভায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। জয়পুরহাট জেলার কালাই পৌর নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র পদপ্রার্থী ও বিদ্রোহী মেয়র পদপ্রার্থী একই স্থানে একই সময়ে নির্বাচনী সভা ডাকায় সেখানে শনিবার ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। পুলিশ সূত্র জানায়, পৌরসভা নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী সাজ্জাদুর রহমান সোহেল তালুকদার শনিবার সকাল ১০ টায় কালাই বাসষ্ট্যান্ড এলাকায় পথসভা করার জন্য থানায় আবেদন করেন। বিএনপির বিদ্রোহী প্রার্থী আনিছুর রহমান তালুকদার একই স্থানে একই সময়ে পথসভা করার জন্য একই থানায় আবেদন করেন। পরে আইন শৃঙ্খলার অবনতির আশংকায় কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা বাদল চন্দ্র হালদার ওই এলাকায় শনিবার সকাল ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করেন। কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা বাদল চন্দ্র হালদার এ তথ্য নিশ্চিত করেছেন। ২৬ ডিসেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এসএম/ডিআরএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে