শনিবার, ২৬ ডিসেম্বর, ২০১৫, ১০:২২:১৫

রাষ্ট্রপতি সিলেটে

রাষ্ট্রপতি সিলেটে

সিলেট : ক্যাডেট কলেজের প্রাক্তন ক্যাডেটদের পুনর্মিলনী অনুষ্ঠানে যোগদানের উদ্দেশে সিলেট যাচ্ছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। আজ শনিবার দুপুর ১২টার দিকে তার হেলিকপ্টারযোগে সিলেটে যাওয়ার কথা রয়েছে। রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো সিলেট সফরে যাচ্ছেন তিনি। সিলেট পৌঁছে তিনি হযরত শাহজালাল (র.) ও শাহপরাণের (র.) মাজার জিয়ারত করবেন বলেও জানা গেছে। এরপর সিলেট ক্যাডেট কলেজের প্রাক্তন ক্যাডেটদের পুনর্মিলনী অনুষ্ঠানে যোগদান শেষে বিকেল ৩টার দিকে তিনি ঢাকায় ফিরবেন। এদিকে রাষ্ট্রপতির সিলেট আগমনকে কেন্দ্র করে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। শুক্রবার থেকেই সিলেটজুড়ে নিশ্ছিদ্র নিরাপত্তা বলয় গড়ে তোলা হচ্ছে বলে জানিয়েছে সিলেট মহানগর পুলিশ সূত্র। প্রসঙ্গত, বৃহস্পতিবার থেকে সিলেট ক্যাডেট কলেজের প্রাক্তন ক্যাডেটদের পুনর্মিলনী অনুষ্ঠান শুরু হয়েছে। তিন দিনব্যাপী এ অনুষ্ঠানের সমাপনী দিন আজ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। ২৬ ডিসেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এসএম/ডিআরএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে