শনিবার, ২৬ ডিসেম্বর, ২০১৫, ১১:০৬:৪১

খালেদা পিঠ বাঁচাতে চান : ইনু

খালেদা পিঠ বাঁচাতে চান : ইনু

নিউজ ডেস্ক : তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ‘আমরা রক্ত দিয়ে নারীর ইজ্জত দিয়ে স্বাধীনতা কিনেছি। সেই স্বাধীনতা নিয়ে যারা কটাক্ষ করে তারা বাংলাদেশের সাথে বেঈমানী করে। বেগম খালেদা জিয়া সাম্প্রতিককালে মুক্তিযুদ্ধ নিয়ে বিতর্ক তুলেছেন, এটা উনার পাগলামী নয়, এটা তার রাজনৈতিক শয়তানী।’ কুষ্টিয়ার কয়ায় কয়া মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে বিদ্যালয়ের ৫০ বছর পূর্তিতে সুবর্ণ জয়ন্তী ও পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তথ্যমন্ত্রী আরো বলেন, বেগম জিয়ার এজেন্ডা পৌর বা জাতীয় নির্বাচন নয়, উনি পিঠ বাঁচাতে চান। আগুন যুদ্ধে মানুষ পোড়ানোর মামলা থেকে বাঁচতে চান। এসময় তথ্যমন্ত্রী আরো বলেন, বেগম জিয়া যখন মুক্তিযুদ্ধকে বিতর্কিত করছেন তখন বাংলাদেশকে সামনের দিকে দেখতে আমাদের সিদ্ধান্ত নিতে হবে, এ দেশে আর কখনও সামরিক সরকার বা রাজাকার যুদ্ধাপরাধী জামায়াত ও জেএমবির সরকার হতে দেব না। ২৬ ডিসেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এসএম/ডিআরএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে