শনিবার, ২৬ ডিসেম্বর, ২০১৫, ১১:৪০:৪২

মসজিদে বোমা হামলায় মামলা দায়ের

 মসজিদে বোমা হামলায় মামলা দায়ের

রাজশাহী: বাগমারার মচমইল সৈয়দপুর গ্রামে কাদিয়ানি মসজিদে আত্মঘাতী বোমা হামলার ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার রাতে বাগমারা থানা পুলিশ মামলাটি দায়ের করে। বিস্ফোরক দ্রব্য আইনে দায়েরকৃত মামলায় অজ্ঞাত ব্যক্তিদের আসামি করা হয়েছে। বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান জানান, অজ্ঞাত কয়েকজনকে আসামি করা হয়েছে মামলায়। তবে এ হামলার সঙ্গে কারা জড়িত ছিল, তাদের শনাক্ত করার চেষ্টা চলছে। এমন কী হামলাকারীর পরিচয়ও নিশ্চিত হওয়ার জন্য তারা তদন্ত শুরু করেছেন। উল্লেখ্য, শুক্রবার জুমার নামাজ চলাকালে আত্মঘাতী বোমা বিস্ফোরণে এক যুবক নিহত হন। এ ঘটনায় আহত হয় তিন মুসল্লি। তারা বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ২৬ ডিসেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এসএম/ডিআরএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে