‘ব্রিটিশরা দুটি ভালো জিনিস রেখে গেছে’
ঢাকা : অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেছেন, ব্রিটিশরা আমাদের শাসন-শোষণ করলেও দেশে দুটি ভালো জিনিস রেখে গেছে। এ দুটি জিনিস হলো- ইংরেজি ভাষা ও বিচার ব্যবস্থা (সিস্টেম অব জাস্টিস) প্রণয়ন।
শনিবার সকালে জাতীয় বিচার বিভাগীয় সম্মেলন-২০১৫ উপলক্ষে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি ব্রিটিশের রেখে যাওয়া এ দুটি জিনিসের প্রশংসা করেন।
আবুল মাল মুহিত বলেন, ‘ব্রিটিশ বিচার ব্যবস্থা অনেক পুরনো। আমরা তাদের অধীনে ১৯০ বছর ছিলাম। সে সময় তাদের কাছ থেকে দুটো ভালো জিনিস পেয়েছি। ইংরেজিতে আমরা বেশ এগিয়ে রয়েছি। তারা সে সময় এ অঞ্চলে ইংরেজি না আনলে আমরা হয়তো অনেক পিছিয়ে থাকতাম। আর বিচারের জন্য যে ব্যবস্থার প্রণয়ন করেছেন তার সঙ্গে আমাদের বর্তমান ব্যবস্থার অনেক মিল রয়েছে।’
বিচার ব্যবস্থায় ব্রিটিশরা আরো একটি বড় কাজ করে গেছে উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, ‘বিচার বিভাগ তাদের কাজ করবে এটা নিয়মতান্ত্রিক। তবে স্ববিবেচনার একটি সীমা নির্ধারণ করে দিয়েছেন তারা। আমাদের কোর্টগুলো এটি নির্ধারণ করে দিয়েছে।’
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য প্রদান করেন, আইনমন্ত্রী আনিসুল হক, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকসহ আরো অনেকে।
২৬ ডিসেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এসএম/ডিআরএ