শনিবার, ২৬ ডিসেম্বর, ২০১৫, ০২:৩৯:৩১

মীর নাছিরের গাড়িতে হামলার অভিযোগ

মীর নাছিরের গাড়িতে হামলার অভিযোগ

চট্টগ্রাম : রাঙ্গুনিয়ায় নির্বাচনী প্রচারণা চালানোর সময় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মীর মোহাম্মদ নাছির উদ্দিনের গাড়ি বহরে হামলার অভিযোগ পাওয়া গেছে।তবে এ ধরনের কোনো ঘটনার সত্যতা পাওয়া যায়নি বলে দাবি করেছেন রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির। শনিবার দুপুর সোয়া ১টার দিকে গুছরা বাজারে এ হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছেন মীর মোহাম্মদ নাছির উদ্দিনের একান্ত সহকারী মামুনুর রশিদ। মামুনুর রশিদ দাবি করেন, শনিবার বেলা ১২টার দিকে রাঙ্গুনিয়া গোছরা বাজারে বিএনপির দলীয় প্রার্থীকে নিয়ে প্রচারণা শুরু করেন মীর মোহাম্মদ নাছির উদ্দিন। বাজারে প্রচারণা শেষ করে সামনের দিকে যাওয়ার সময় পেছন থেকে ২০ থেকে ২৫ জনের একটি দল হামলা চালায়। এসময় দলীয় নেতা-কর্মীরা স্যারকে একটি গাড়িতে করে পাঠিয়ে দেন। বাকিরা যার যার অবস্থানে সরে যান। এ ঘটনার পর থেকে ওই এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ২৬ ডিসেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এসএম/ডিআরএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে