শনিবার, ২৬ ডিসেম্বর, ২০১৫, ০৩:৫২:৫০

ছোটভাই পরিচয় দিয়ে কলেজছাত্রীর ওপর হামলা

 ছোটভাই পরিচয় দিয়ে কলেজছাত্রীর ওপর হামলা

ঢাকা : কৌশলে হামলা চালাচ্ছে দুর্বৃত্তরা। এবার ক্ষমতাসীন দলের নেতার ছোটভাই পরিচয় দিয়ে কলেজছাত্রীর ওপর হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। রাজধানীর মিরপুরে সরকারি বাংলা কলেজের এক ছাত্রীকে ছুরিকাঘাত করেছে দুর্বৃত্তরা। এঘটনা ঘটে শনিবার ভোরে। আহত কলেজছাত্রী জানান, মিরপুরের একটি জিমনেশিয়ামে তায়কান্দো প্রাকটিস শেষে বাসায় ফেরার পথে বাংলা কলেজের সামনে কয়েক যুবক তার পথরোধ করে হামলা চালায়। এ সময় তারা কলেজের এক ছাত্রলীগ নেতার ছোটভাই পরিচয় দেয় বলে জানান ওই ছাত্রী। ২৬ ডিসেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে