বুধবার, ২৯ জানুয়ারী, ২০২০, ০৭:১৫:১৩

অনেকেই চীন থেকে ফিরতে চাচ্ছেন না : পররাষ্ট্রমন্ত্রী

অনেকেই চীন থেকে ফিরতে চাচ্ছেন না : পররাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক : ভ'য়াব'হ আকার ধারণ করতে যাওয়া করোনা ভাই'রাসের প্রা'দুর্ভা'বের মধ্যে আ'টকে পড়া বাংলাদেশিদের দেশে ফিরিয়ে আনতে সরকার সবধরনের প্রস্তুতি গ্রহণ করেছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন। তবে অনেক বাংলাদেশি এখনই দেশে ফিরতে চাচ্ছেন না বলে জানিয়েছেন মন্ত্রী।

বুধবার দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এসব কথা বলেন। ঢাকা-সিলেট চারলেন রোড তৈরির পরিকল্পনা নিয়ে সিলেটের মন্ত্রী, সংসদ সদস্য ও রাজনীতিবিদদের সঙ্গে মতবিনিময় সভা শেষে পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, 'প্রধানমন্ত্রীর নির্দেশে চীনে অবস্থান করা বাংলাদেশিদের ফেরত আনতে আমরা বিমানের ফ্লাইটও প্রস্তুত করে রেখেছি। নিজেদের নাগরিকদের দেশে ফেরত আনার বিষয়টি চীনা কর্তৃপক্ষকে আমরা জানিয়েছি। তবে তারা বলেছে, অন্তত দুই সপ্তাহ তারা সবাইকে পর্যবেক্ষণে রাখবে। এরপরে বিদেশিরা নিজ দেশে ফিরতে পারবে।'

আবদুল মোমেন বলেন, 'দেশে ফিরতে চাওয়া বাংলাদেশিদের তালিকা করা হয়েছে। তাদের রেজিস্ট্রেশন শুরু হয়েছে। তবে অনেকে ফিরতে আগ্রহী নন। তারা বলেছেন, এই অবস্থায় দেশে ফেরা ঠিক হবে না। কারণ, এ ভাই'রাসে আ'ক্রা'ন্তদের সব ধরনের চিকিৎসা সেবা চীন দিচ্ছে। বাংলাদেশে এলে কী ধরনের সেবা পাবেন সেটা বলা মুশকিল।'

পররাষ্ট্রমন্ত্রী বলেন, জাপান ও যুক্তরাষ্ট্রসহ অন্যান্য দেশও নিজ নাগরিকদের ফেরত নিতে আগ্রহ দেখিয়েছে। তবে চীনারা এখনই কোনো বিদেশিকে ফেরত পাঠাচ্ছে না। এ বিষয়ে তারা খুব ক'ঠো'র। চীন থেকে বাংলাদেশি নাগরিকদের ফেরত আনা হলেও তাদেরকে প'র্যবে'ক্ষণে রাখা হবে। কারণ আমরা চাই না ভাই'রাসটা সারাদেশে ছড়িয়ে পড়ুক।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে