মোবাইল নিয়ে পরীক্ষার্থীদের রোষানলে পিএসসি কর্মকর্তা
ঢাকা : নন ক্যাডার পরীক্ষার্থীদের রোষানলে পিএসসির এক কর্মকর্তা। মোবাইল নিয়ে ফেরত না দেয়ায় রাজধানীর মিরপুর স্কুল অ্যান্ড কলেজের (বালিকা শাখায়) একটি সেন্টারে তাকে আটকে রাখেন নন ক্যাডার পরীক্ষার্থীরা।
এ ঘটনা ঘটে শনিবার বেলা ১২টার দিকে।
জানা গেছে, রাজধানীতে এক যোগে সকাল ১০টায় উপজেলা আনসার ও ভিডিপি অফিসার পদে থেকে এ পরীক্ষা শুরু হয়। পরীক্ষা শেষ হয় বেলা ১১টায়। পরীক্ষা শুরুর আগে পরীক্ষার্থীদের মোবাইল ফোন রেখে হলে প্রবেশ করতে বলা হয়।
পরে বিদ্যালয়ের এক পিয়ন সেগুলো বস্তা ভরে নিয়ে যান। পরীক্ষা শেষে মোবাইল ফোন ফেরত না দেয়ায় পিএসসি সহকারী পরিচালক রফিকুল ইসলামকে বিদ্যালয়ের সহকারী শিক্ষকের রুমে আটকে রাখেন। রফিকুল ইসলাম ওই বিদ্যালয়ের দায়িত্বে ছিলেন।
পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাদন ফকির আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঘটনাটি শুনেছি। বিষয়টি পিএসসি ও স্কুল কর্তৃপক্ষের ব্যাপার। তবে বিষয়টি আমরা দেখছি।
২৬ ডিসেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম
�