সোমবার খালেদার সংবাদ সম্মেলন
ঢাকা : আগামী সোমবার সংবাদ সম্মেলন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার। দেশবাসীর উদ্দেশ্যে তিনি বক্তব্য রাখতে পারেন বলে দলীয় সূত্র জানিয়েছে।
তবে কি বিষয়ে সংবাদ সম্মেলন তা নিশ্চিত হওয়া যায়নি। ৩০ ডিসেম্বর ধানের শীষ বনাম নৌকার লড়াই।
পৌর নির্বাচনে দেশের বিভিন্ন এলাকায় বিএনপির মেয়র প্রার্থী ও তাদের প্রচারণায় হামলায় ঘটনা এবং সর্বশেষ পরিস্থিতি নিয়ে বেগম জিয়া সংবাদ সম্মেলনে বক্তব্য রাখতে পারেন বলে জানা গেছে।
বিএনপির গুলশান কার্যালয় সূত্র জানায়, পৌর নির্বাচনকে ঘিরে সরকার এবং নির্বাচন কমিশনের বিভিন্ন অনিয়ম ও অপপ্রচার প্রসঙ্গে বিএনপি চেয়ারপারসন বক্তব্য রাখবেন। ধানের শীষ মার্কায় পৌর নির্বাচনে ভোট দেয়ার আহবান জানাতে পারেন তিনি।
২৬ ডিসেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম
�