শনিবার, ২৬ ডিসেম্বর, ২০১৫, ১০:৫১:৫৯

বিএনপির ৫ নেতা বাদ

বিএনপির ৫ নেতা বাদ

নিউজ ডেস্ক : দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের স্বার্থবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় দল থেকে পাঁচ নেতাকে বাদ ও দুজনকে শোকজ করেছে বিএনপি। আজ শনিবার বিএনপির যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। তিনি বলেন, নড়াইল জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক মো. আলী হাসান, সদর পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রেজাউল কবির, সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য নাসিম ফারুক খান মিঠু, বান্দরবান জেলা বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম এবং বান্দরবান জেলা বিএনপির যুববিষয়ক সম্পাদক মশিউর রহমান মিটনকে বিএনপির সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। এছাড়া বান্দরবান জেলা বিএনপির সহ-সভাপতি আবদুল কুদ্দুস এবং বান্দরবান সদর পৌর বিএনপি সভাপতি নাসির চৌধুরীকে দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের স্বার্থবিরোধী তৎপরতায় লিপ্ত থাকায় কেন তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না- মর্মে আগামী ২৪ ঘণ্টার মধ্যে কারণ দর্শানোর নোটিস দেয়া হয়েছে। ২৬ ডিসেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে