রবিবার, ২৭ ডিসেম্বর, ২০১৫, ০৮:১২:০২

দলীয় জরিপে আ’লীগ এগিয়ে ২০১ পৌরসভায়

দলীয় জরিপে  আ’লীগ  এগিয়ে ২০১ পৌরসভায়

ঢাকা: সারা দেশের ২৩৩টির মধ্যে ২০১ পৌরসভায় আওয়ামী লীগের প্রার্থীরা এগিয়ে আছেন বলেও দাবি করেছেন দলটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। দলের সাংগঠনিক সম্পাদকদের সর্বশেষ প্রতিবেদন পর্যালোচনা করে এই কথা জানান তিনি। নির্বাচনে ‘পরাজয় নিশ্চিত’ জেনে মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের নিয়ে বিএনপি নেতারা উল্টাপাল্টা মন্তব্য করেছেন বলেও দাবি তার। ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শনিবার তিনি এসব কথা বলেন হানিফ। তিনি বলেন, শুধু ২০১ পৌরসভায় নয়; খালেদা জিয়া ও বিএনপির নেতারা মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের নিয়ে যে মন্তব্য করছেন তাতে অন্যগুলোতেও অবস্থা উত্তরোত্তর ভালো হচ্ছে। হানিফ আরো বলেন, বিএনপি বুঝে গেছে, তাদের পরাজয় নিশ্চিত। তারা যে এসব কথা বলছে, এর পেছনে নির্বাচন থেকে সরে আসার ইঙ্গিত আছে কি না জনমনে সেই সন্দেহ সৃষ্টি হয়েছে। নির্বাচনটা ভণ্ডুল করে মাঠে বিশৃঙ্খলা করবে কি না সেই প্রশ্নও চলে এসেছে। অতীতেও বিএনপি নির্বাচনে পরাজয় জেনে উল্টাপাল্টা মন্তব্য করেছে। ২৭ ডিসেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এসএম/ডিআরএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে