রবিবার, ২৭ ডিসেম্বর, ২০১৫, ০৮:৪৫:২২

ছাত্রদল সভাপতির বাড়ির মালামাল ক্রোক

ছাত্রদল সভাপতির বাড়ির মালামাল ক্রোক

ময়মনসিংহ : নাশকতার সাতটি মামলায় আদালতে হাজির না হওয়ায় ময়মনসিংহ জেলা ছাত্রদল সভাপতি রোকনুজ্জামান সরকার রোকনের বাড়ির মালামাল ক্রোক করেছে পুলিশ। আদালতের নির্দেশে শনিবার সন্ধ্যায় নগরীর বিদ্যাময়ী স্কুলের পেছনের তিনতলা বাড়ি থেকে তার মালামাল ক্রোক করা হয়। রাতে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, নাশকতার সাতটি মামলায় আদালতে হাজির হননি ছাত্রদল সভাপতি রোকন। এ কারণে ময়মনসিংহ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আদেশের পরিপ্রেক্ষিতে তার বাসা থেকে একটি টিভি, কয়েকটি চেয়ার-টেবিল, একটি ড্রেসিং টেবিল ও খাট ক্রোক করা হয়েছে। দলীয় সূত্র জানায়, দীর্ঘদিন রাজনীতি থেকে আত্মগোপনে রয়েছেন জেলা ছাত্রদল সভাপতি রোকনুজ্জামান সরকার রোকন। অনেক দিন ধরেই তার কোনো হদিস নেই। ২৭ ডিসেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এসএম/ডিআরএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে