মধ্য জানুয়ারিতে আসছে তীব্র শৈত্যপ্রবাহ
নিউজ ডেস্ক : দেশের উত্তরাঞ্চলের কয়েকটি জেলাসহ সিলেট অঞ্চলে মৃদু থেকে মাঝারি আকারের শৈত্যপ্রবাহ চলছে। এই শৈত্যপ্রবাহ আরো কিছুদিন চলবে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
কর্মকর্তারা বলছেন, এ বছর শীত কিছুটা বিলম্বে শুরু হওয়ায় এখনো তার তীব্রতা দেখা যায়নি। তবে জানুয়ারির মাঝামাঝি নাগাদ একটি তীব্র শৈত্যপ্রবাহের আশঙ্কা রয়েছে।
তবে ঠিক কবে থেকে এই তীব্র শৈত্যপ্রবাহ শুরু হতে পারে এ বিষয়ে আবহাওয়া অধিদপ্তর এখনই নিশ্চিতভাবে কিছু বলছে না।
আবহাওয়া অধিদপ্তরের পরিচালক শাহ আলম বলেছেন, বাংলাদেশের উত্তর-পশ্চিম থেকে সাইবেরিয়ার যে বাতাস আসে সেটি এ বছর এখনো কম আছে। তবে জানুয়ারির মাঝামাঝি নাগাদ এটি বেড়ে যেতে পারে এবং সে সময় তীব্র শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে।
তিনি বলেন, তাপমাত্রা কম থাকলেও কুয়াশা কম থাকায় দিনের বেলা শীতের তীব্রতা খুব একটা বোঝা যাচ্ছে না।
এ মৌসুমে শীত বিলম্বে শুরু হওয়ার পেছনে জলবায়ু পরিবর্তনের প্রভাবও কাজ করছে বলে ধারণা করছে আবহাওয়া অধিদপ্তর।
তাপমাত্রা ১০-৮ ডিগ্রি সেলসিয়াস থাকলে সেটিকে মৃদু শৈত্যপ্রবাহ, ৮-৬ এর মধ্যে মাঝারি শৈত্যপ্রবাহ এবং ৬ এর নিচে থাকলে তাকে তীব্র শৈত্যপ্রবাহ হিসেবে বিবেচনা করা হয়।
সূত্র: বিবিসি বাংলা
২৭ ডিসেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এসএম/ডিআরএ