রবিবার, ২৭ ডিসেম্বর, ২০১৫, ১১:০৬:২৫

ট্রাক কেড়ে নিল ৪ নাগরিকের প্রাণ

ট্রাক কেড়ে নিল ৪ নাগরিকের প্রাণ

সিলেট প্রতিনিধি : সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়কে ট্রাক চাপায় ৪ ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার দিবাগত রাত ১২টার দিকে মোগলাবাজার থানা হাজীবাজার এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। নিহতরা হলেন- বিয়ানীবাজার চারখাই পূবালী ব্যাংক শাখার কর্মকর্তা ধ্রুব জ্যোতি দাস (৩৬), মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার বাসিন্দা আদিল চৌধুরী (৩৪), সঞ্জিব (৩০) ও প্রকৃতি (৩২)। স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাত ১২টার দিকে যাত্রীবাহী একটি প্রাইভেট কার (ঢাকা মেট্রো-গ-১১-১২১২) সিলেটের দিকে আসছিল। এ সময় পেছন দিকে থেকে আসা মাল বোঝাই ট্রাক (মৌলভীবাজার ন-১১-০১০৮) প্রাইভেট কারটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই প্রাইভেটকার যাত্রী ধ্রুব ও আদিল মারা যান। এছাড়াও সঞ্জিব ও প্রকৃতি নামের দুই যাত্রী ওসমানী হাসপাতালে নেয়ার পর মারা যান। এছাড়া আরো একজন আহত হয়েছেন বলে জানা গেছে। তবে তার নাম-পরিচায় জানা যায়নি। মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খয়রুল ফজল এ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘাতক ট্রাকটি জব্দ করা হলেও ওই ট্রাকের চালক পালিয়ে গেছে। ২৭ ডিসেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এসএম/ডিআরএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে