রবিবার, ২৭ ডিসেম্বর, ২০১৫, ০২:১২:১৭

ধানের শীষে ভোট দিতে সবাই অধীর অপেক্ষায় : খালেদা

ধানের শীষে ভোট দিতে সবাই অধীর অপেক্ষায় : খালেদা

ঢাকা : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, ‘আসন্ন পৌরসভা নির্বাচনে সারাদেশে উৎসবের আমেজ সৃষ্টি হয়েছে। সবাই যখন দেখেছেন ভোটে ধানের শীষ আছে, উৎসবের আমেজ আরো বেড়ে গেছে। সবাই অপেক্ষা করছেন ধানের শীষে ভোট দেবেন বলে। যতই জরিপ হোক, এসব মিথ্যা জরিপ দিয়ে কিছু হবে না।’ রোববার দুপুরে সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন মিলনায়তনে বিএফইউজের (একাংশ) সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। বর্তমান সরকার বাড়ি-ঘর, ধর্মীয় প্রতিষ্ঠান, রাস্তা-ঘাট থেকে ভোটের অধিকার পর্যন্ত দখল করে নিয়েছে বলে অভিযোগ করেছেন তিনি। খালেদা জিয়া বলেন, ‘আওয়ামী লীগের সন্ত্রাসীরা বিএনপি কার্যালয় দখলের অপচেষ্টা করছে। মানুষের ঘর-বাড়ি, ব্যবসা-প্রতিষ্ঠান, অর্থ-সম্পদ সবকিছুই দখল করছে তারা। দেশে এখন আওয়ামী লীগ সন্ত্রাসীরা দখলের মহোৎসব চালাচ্ছে। এমনকি এমনকি ভোটের অধিকারও তাদের দখলে। এখন কাউকে কষ্ট করে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে হয় না। ঘরে বসে থাকলেও তার ভোট দেয়া হয়ে যায়। কত সহজ হয়ে গেছে এখন সবকিছু!’ এসময় তিনি গণমাধ্যমের স্বাধীনতা ফিরিয়ে দিতে গণমাধ্যম সংস্কারের নামে কালো আইন প্রত্যাহারের দাবি জানান। সাংবাদিক নেতা শওকত মাহমুদ, মাহমুদুর রহমান এবং আবদুল সালামকে অনতিবিলম্বে মুক্তি দেয়ারও দাবি জানান খালেদা জিয়া। বিএফইউজের ভারপ্রাপ্ত সভাপতি এম আবদুল্লার সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন সাংবাদিক নেতা রিয়াজ রহমান, রুহুল আমিন গাজী, কবি আবদুল হাই শিকদার, শওকত মাহমুদের স্ত্রী ফেরদৌসি মাহমুদ, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ, চেয়ারপারসনের উপদেস্টা ব্যারিস্টার শাজাহান ওমর, মানবাধিকার বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন অসীম প্রমুখ। এছাড়া আইনজীবীদের মধ্যে উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি অ্যাডভোকেট মাহবুব হোসেন, সাধারণ সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মাসুদ আহমদ তালুকদার, জাতীয়তাবাদী যুব আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মো. ফারুক হোসেন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুল্লাহ আল বাকী প্রমুখ। ২৭ ডিসেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এসএম/ডিআরএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে