শ্রীমঙ্গলে খ্রিস্টানদের উপাসনালয়ে আগুন
মৌলভীবাজার : ফের খ্রিস্টানদের একটি উপাসনালয় ও শিক্ষাকেন্দ্রে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মৌলভাবাজারের শ্রীমঙ্গল উপজেলায় কালীপুর ইউনিয়নের মাজদিহি চা বাগানে এ ঘটনা ঘটে।
ঘটনাটি রোববার ভোরে জানা গেলেও কখন আগুন লেগেছে তা জানা যায়নি।
সম্প্রতি মসজিদ, মন্দিরসহ কয়েকটি ধর্মীয় প্রতিষ্ঠানে হামলার মধ্যে এ অগ্নিকাণ্ড হলেও এ ঘটনায় কেউ নাশকতার অভিযোগ করেনি।
শ্রীমঙ্গল থানার ওসি মাহবুবুর রহমান জানান, বাগানের গারো লাইনে খ্রিস্টানদের ওই উপাসনালয় ও শিক্ষাকেন্দ্রটি পাকা ও টিনশেডের।
ঘরটিতে সৌর বিদ্যুতের মাধ্যমে আলোর ব্যবস্থা করা হয়েছিল। ওই বিদ্যুৎ সংযোগের ব্যাটারি থেকে আগুন ধরে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
তিনি জানান, আগুনে ঘরের ভেতরের চেয়ার-টেবিল, বইপত্রসহ সব আসবাবপত্র পুড়ে গেছে। ‘মা মেরির’ একটি মূর্তিও দগ্ধ হয়েছে।
সকালে উপজেলা পরিষদ চেয়ারম্যান, ইউএনওসহ প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলে জানান ওসি।
উপজেলা চেয়ারম্যান রনধির কুমার দেব জানান, পরিষদের তহবিল থেকে এক সপ্তাহের মধ্যে তিনি ঘরটি পুনরায় নির্মাণ করে দেবেন। পুড়ে যাওয়া আসবাবপত্রও তৈরি করার ব্যবস্থা নেবেন।
২৭ ডিসেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এসএম/ডিআরএ