দীর্ঘদিন পর ফিরলেন তারেক
নিউজ ডেস্ক : শুদ্ধস্বর কার্যালয়ে হামলায় আহত তারেক রহিম দীর্ঘ ৫৮ দিন চিকিৎসার পর ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল থেকে রিলিজ দেয়া হয়েছে।
রোববার বেলা ৩টার দিকে তাকে রিলজ দেয়া হয় বলে জানান ঢামেক ক্যাম্প পুলিশের ইনচার্জ সেন্টু চন্দ্র দাশ।
তিনি জানান, ঢাকা মেডিকেল কলেজের অর্থোপেডিক বিভাগের অধীনে চিকিৎসাধীন ছিলেন তারেক রহিম। চিকিৎসকরা তার আঙুলে বেশ কয়েকটি অস্ত্রোপচার করেছেন। বর্তমানে তিনি সুস্থ হওয়ায় রিলিজ দেয়া হয়েছে।
উল্লেখ, গত ৩১ অক্টোবর শনিবার দুপুর সোয়া ৩টায় রাজধানীর লালমাটিয়ার সি ব্লকে শুদ্ধস্বরের কার্যালয়ে হামলা চালায় অজ্ঞাত দুর্বৃত্তরা। হামলায় তারেক রহিমসহ বেশ কয়েকজন আহত হন।
২৭ ডিসেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম
�