বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২০, ০৬:১৬:৩২

দিল্লির সহিং'সতা নিয়ে বিএনপির হুঁ'শিয়ারি

দিল্লির সহিং'সতা নিয়ে বিএনপির হুঁ'শিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের দিল্লিতে চলমান সহিং'সতার ঘটনায় উদ্বে'গ প্রকাশ করে বিবৃতি দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। বৃহস্পতিবার বিকেলে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ স্বাক্ষরিত এ বিবৃতি দেয়া হয়। 

বিবৃতিতে হুঁ'শিয়ার করে বলা হয়েছে, সিএএ পাসের ভ'য়াব'হ প্রতিক্রিয়া, এই উপমহাদেশ তথা এ অঞ্চলের সা'ম্প্রদা'য়িক সম্প্রী'তির জন্য হু'মকি হয়ে উঠবে। বহু'ত্ববা'দের আদর্শ থেকে যেকোনো বিচ্যু'তি সব ধর্মের মানুষের সমান নিরা'পত্তা নিশ্চিতের পথে একটি অনি'বার্য বা'ধা। চলমান দিল্লির সাম্প্র'দায়িক দা'ঙ্গা তা আবার সু'ষ্প'ষ্ট উদাহরণ হিসেবে প্রমাণ করলো।

এতে বলা হয়েছে, গণমাধ্যমে প্রকাশিত সংবাদে জানা গেছে, সম্প্রতি ভারত সরকারের পাস করা নাগরিকত্ব সংশো'ধনী আইনের (সিএএ) পক্ষ ও বিপক্ষ গো'ষ্ঠীর মধ্যে যে বিরো'ধ তৈরি হয়েছিল, তা ইতোমধ্যে সা'ম্প্রদা'য়িক সহিং'সতায় রূপ নিয়েছে। এ সহিং'সতায় নিহ'ত ও আহ'তের সংখ্যা আ'শং'কাজনকভাবে বাড়ছে। বিএনপি গভীর দুঃখ ও উদ্বে'গের সঙ্গে লক্ষ্য করছে, নিহ'ত ও আহ'তদের মধ্যে মুসলমান ও হিন্দু উভয় ধর্মীয় সম্প্রদায়ের মানুষই রয়েছে।

বিবৃতিতে বিএনপি আরও বলেছে, সিএএ পাসের ভ'য়াব'হ প্রতিক্রিয়া, এই উপমহাদেশ তথা এ অঞ্চলের সা'ম্প্রদা'য়িক সম্প্রী'তির জন্য হু'মকি হয়ে উঠবে। এই মর্মে ইতিপূর্বেই সেই উ'দ্বে'গ জানিয়ে বিবৃতি প্রদান করা হয়েছিল। যে বিবৃতিতে হুঁ'শিয়ার করে বলা হয়েছিল, ব'হুত্ববা'দের আদর্শ থেকে যেকোনো বিচ্যু'তি সব ধর্মের মানুষের সমান নিরা'পত্তা নি'শ্চিতের পথে একটি অনি'বার্য বা'ধা। চলমান দিল্লির সাম্প্র'দায়িক দা'ঙ্গা তা আবার সু'ষ্প'ষ্ট উদাহরণ হিসেবে প্রমাণ করলো।

এ অঞ্চলের শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় বাংলাদেশ বরাবরই উদ্য'মী। ভারতের প্রতিবেশী দেশের নাগরিকদের প্রতিনিধিত্বশীল দল হিসেবে বিএনপি তাই সবসময়ই ভারত রাষ্ট্র ও জনগণের শান্তি, স্থি'তিশী'লতা ও স্বাভাবিক পরিবেশ কামনা করে। বিএনপি বিশ্বাস করে, ভারতের বর্তমান নির্বাচিত সরকার তার দেশের সংবিধানের অন্ত'র্নি'হিত চেতনা অনুযায়ী ধর্ম-বর্ণ নি'র্বিশে'ষে সব নাগরিকের মৌলিক অধিকার ও নিরা'পত্তা নি'শ্চি'ত করার মাধ্যমেই চলমান সং'কটের সমা'ধান করবে। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে