‘দুই এমপিকে দ্রুত এলাকা ছাড়ার নির্দেশ’
নিউজ ডেস্ক : দুই এমপিকে দ্রুত এলাকা ছাড়ার নির্দেশ দিয়েছে দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। তারা হলেন বরগুনা-১ (আমতলী) আসনের সংসদ সদস্য ধীরেন্দ্রনাথ শম্ভু এবং বরগুনা-২ (বামনা-বেতাগী-পাথরঘাটা) আসনের সাংসদ শওকত হাচানুর রহমান রিমন।
পৌরসভা নির্বাচনে প্রভাব বিস্তারের অভিযোগে তাদের ভোটের তিনদিন আগে এলাকা ছাড়ার নির্দেশ দেয়া হয়েছে। এ বিষয়ে ব্যবস্থা নিতে রিটার্নিং অফিসারকে চিঠি দেয়া হয়েছে বলে গণমাধ্যমকে জানিয়েছেন ইসির নির্বাচন ব্যবস্থাপনা শাখার উপ-সচিব শামসুল আলম।
তিনি বলেন, সংসদ সদস্য ধীরেন্দ্রনাথ শম্ভু ও শওকত হাচানুর রহমান রিমন নিজ নিজ নির্বাচনী এলাকায় অবস্থানের কারণে ভোটে প্রভাব পড়তে পারে। এ কারণে তাদের এলাকা ছাড়ার নির্দেশ দেয়া হয়েছে।
এর আগে গত ৭ ডিসেম্বর বরগুনা-২ আসনের সাংসদকে শোকজ করা হয়। পরে তিনি দুঃখ প্রকাশ করে এর জবাব দেন। এর আগে কুলাউড়া পৌরসভায় আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সাবেক এআইজি সৈয়দ বজলুল করিমকে ডাকবাংলো ছাড়ার নির্দেশ দিয়েছিল ইসি।
২৭ ডিসেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম
�