রবিবার, ০৮ মার্চ, ২০২০, ০৪:৩৪:২২

বাংলাদেশে করোনা ভাইরাসে আক্রা'ন্ত ৩ জন

বাংলাদেশে করোনা ভাইরাসে আক্রা'ন্ত ৩ জন

নিউজ ডেস্ক : দেশে করোনা ভাই'রাসে তিনজন শ'না'ক্ত হয়েছে। আজ রোববার সরকারের রোগতত্ত্ব, রো'গনিয়'ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক মীরজাদি সেব্রিনা এ ঘোষণা দেন। সেব্রিনা বলেন, এ তিনজনের মধ্যে দুজন ইতালি থেকে সম্প্রতি দেশে ফিরেছেন। তাদের কাছে থেকে একজন করোনায় আ'ক্রা'ন্ত হয়েছেন।

সেব্রিনা বলেন, আ'ক্রা'ন্ত তিনজনের মধ্যে দুজন পুরুষ এবং একজন নারী। গত বছরের ডিসেম্বর মাসে চীনের হুবাই প্রদেশের উহানে উৎপত্তি হয় করোনা ভাই'রাসের। পরে চীনের অন্যান্য প্রদেশ এবং বিশ্বের নানা দেশে ছড়িয়ে পড়ে। এর আগে ভারত ও পাকিস্তানেও করোনায় আ'ক্রা'ন্ত রোগী পাওয়া যায়। কিন্তু বাংলাদেশে রোগী শ'না'ক্ত হওয়ার ঘটনা এই প্রথম।

আজ মীরজাদি সেব্রিনা বলেন, ''সারা বাংলাদেশে করোনা ছড়িয়ে পড়ার মতো কোনো পরি'স্থি'তি হয়নি। স্কুল-কলেজ ব'ন্ধ করে দেওয়ার মতো পরি'স্থি'তি হয়নি।'' তবে করোনা প্র'তিরো'ধে প্রয়োজন না হলে জনসমাগমে না যাওয়ার জন্য পরামর্শ দেন সেব্রিনা। তিনি বলেন, করোনা প্রতি'রোধে সব ধরণের ব্যবস্থা নেওয়া আছে। আইসোলিশেন ইউনিট করেছিলাম। আ'শ'ঙ্কা করছি না আরও ছড়িয়ে পড়বে। প্রত্যেকের মাস্ক পড়ে ঘুরে বেড়ানোর কোনো দরকার নেই।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে