যাচ্ছেন না খালেদা
ঢাকা : বহুল আলোচিত নাইকো দুর্নীতি মামলায় অভিযোগ গঠনের শুনানিতে যাচ্ছেন না বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। আজ সোমবার আদালতে এর শুনানি হবার কথা রয়েছে।
খালেদার আইনজীবী ঢাকা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার জানান, ঢাকার ৯ নম্বর বিশেষ জজ এম আমিনুল ইসলামের আদালতে সোমবার দুদকের এই মামলার অভিযোগ গঠনের শুনানি হওয়ার কথা রয়েছে। আমরা সময় চেয়ে আবেদন জানাবো। ম্যাডাম হাজির হবেন না।
উল্লেখ্য, ২০০৭ সালের ৯ ডিসেম্বর তার বিরুদ্ধে তেজগাঁও থানায় নাইকো দুর্নীতি মামলা দায়ের করে দুদক। পরের বছর ৫ মে খালেদাসহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়া হয়।
২৮ ডিসেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এসএম/ডিআরএ