খালেদার সংবাদ সম্মেলনে থাকছে নতুন চমক!
ঢাকা : জরুরি সংবাদ সম্মেলনে ডেকেছেন বিএনপি চেয়াপরপারসন বেগম খালেদা জিয়া। আজ সোমবার গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে বিকেল ৪টায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
রোববার সন্ধ্যায় চেয়ারপারসনের প্রেসসচিব মারুফ কামাল খান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
পৌর নির্বাচনের আগ মুহূর্তে বেগম জিয়ার এই সংবাদ সম্মেলন নিয়ে আগহের কমতি নেই। সবাই তাকিয়ে আছেন আজ ম্যাডাম কি বলছেন।সংশ্লিষ্ট সূত্রগুলোও জানিয়েছে, আজ সংবাদ সম্মেলনে থাকছে নতুন চমক। বেগম জিয়া দিতে পারেন নতুন খবর।
উল্লেখ্য, একাত্তরে শহীদদের সংখ্যা নিয়ে বিতর্ক রয়েছে- এমন বক্তব্য দেয়ার পর থেকে ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন দেশের দ্বিতীয় বৃহত্তম দলের প্রধান খালেদা জিয়া। যার স্বামী একজন মুক্তিযোদ্ধা এবং সাবেক রাষ্ট্রপতি।
এই সমলোচনার মধ্যেই দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় শহীদ বুদ্ধিজীবীদের নিয়ে আপত্তিকর মন্তব্য করেন।
২৮ ডিসেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এসএম/ডিআরএ