রবিবার, ১৫ মার্চ, ২০২০, ০৭:৩৯:১৫

করোনা মোকাবিলায় সার্কভুক্ত দেশের রাষ্ট্রপ্রধানদের জরুরি বৈঠকে যেসব প্রস্তাব গৃহিত

করোনা মোকাবিলায় সার্কভুক্ত দেশের রাষ্ট্রপ্রধানদের জরুরি বৈঠকে যেসব প্রস্তাব গৃহিত

নিউজ ডেস্ক : ২৪ ঘণ্টা আগেই সার্ক অন্তর্ভুক্ত দেশগুলিকে বৈঠকের ডাক দিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সাড়াও মিলেছিল চটজলদি। কথামতো রবিবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে করোনার মো'কাবিলা নিয়ে একপ্রস্থ আলোচনা করলেন ১০ দেশের প্রধানরা। সেই আলোচনায় বার্তা, ''ভ'য় পাবেন না। মো'কাবিলার জন্য প্রস্তুত থাকুন।'' 

একইসঙ্গে পরি'স্থিতি মো'কাবিলায় জ'রুরি ভিত্তিতে তহবিল গঠনের প্রস্তাবও দেন ভারতের প্রধানমন্ত্রী। ভারত সেই তহবিলে ১০ মিলিয়ন মার্কিন ডলার সাহায্য করবে বলেও জানিয়েছেন মোদি। পাশাপাশি সার্কভুক্ত দেশগুলি যৌথভাবে রোগ নিয়ে গবেষণার কেন্দ্র তৈরিরও প্রস্তাব দিয়েছেন তিনি। তার প্রস্তাব মেনেও নিয়েছেন বাকি দেশের প্রধানরা। এদিনের বৈঠকে উপস্থিত রাষ্ট্রপ্রধানরা জানান, তাদের দেশ করোনা মোকাবিলায় কী কী পদক্ষেপ করেছে। একে অন্যকে সাহায্য করতে রাজি সব দেশ।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা ইতিমধ্যে করোনাকে বিশ্বব্যপী মহামা'রি বলে উল্লেখ করেছে। চীন থেকে ছড়ানো এই জীবাণুতে বিশ্বেব প্রায় ১৫০টি দেশ। আক্রা'ন্তের সংখ্যা ছাড়িয়েছে দেড় লাখ। মৃত্যু হয়েছে চার হাজার জনের। ইউরোপে কার্যত মৃ'ত্যু মিছিল শুরু হয়েছে। প্রায়. একই পরি'স্থিতি আমেরিকাও। সেখানে জরু'রি অবস্থা জারি করতে হয়েছে। তুলনামূলক ভাল অবস্থায় রয়েছে দক্ষিণ এশিয়ার দেশগুলি। 

তবে ভারতে লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রা'ন্তের সংখ্যা। তাই পরি'স্থিতি মো'কাবিলায় একজোট হয়ে ল'ড়াই করার ডাক দিলেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এদিন ভিডিও কনফারেন্সের মোদি বলেন, ''এই যে আমরা একসঙ্গে এসেছি, তাতে খুব উপকার হবে। সবাই মিলে একসঙ্গে কাজ করতে হবে। তাহলে করোনা ভাইরাসের মতো জীবাণুর মো'কাবিলা করতে সক্ষ'ম হব আমরা।'' সূত্র : এএনআই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে