সোমবার, ২৮ ডিসেম্বর, ২০১৫, ১০:৫৫:২৮

নাইকোর শুনানি ১৭ ফেব্রুয়ারি

নাইকোর শুনানি ১৭ ফেব্রুয়ারি

ঢাকা: দুদকের দায়ের বহুল আলোচিত নাইকো দুর্নীতি মামলার অভিযোগ গঠনের শুনানি পিছিয়ে আগামী বছরের ১৭ ফেব্রুয়ারি পুনর্নির্ধারণ করেছে আদালত। সোমবার সকালে ঢাকার বিশেষ জজ-৯ এর বিচারক আমিনুল ইসলাম এই দিন ধার্য করেন। এই মামলায় আজ অভিযোগ গঠনের ওপর শুনানির দিন ধার্য ছিল। সকালে প্রধান আসামি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পক্ষে তার আইনজীবী অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া অভিযোগ গঠনের শুনানি স্থগিত ও আদালতে হাজির হতে সময়ের আবেদন করেন। আবেদনে তিনি বলেন, মামলাটি বিচারিক আদালতে চলবে বলে দেওয়া হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে লিভ টু আপিল দায়ের করা হয়েছে। আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এ শুনানি স্থগিত রাখা হোক। বিচারক শুনানি শেষে এই মামলায় অভিযোগ গঠনের জন্য আগামী ১৭ ফেব্রুয়ারি দিন ধার্য করেন। ২৮ ডিসেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে