সোমবার, ২৮ ডিসেম্বর, ২০১৫, ১২:৪৭:৪৩

সমুদ্র সৈকতে ৬ দিন বন্ধ থাকবে সব

সমুদ্র সৈকতে ৬ দিন বন্ধ থাকবে সব

কক্সবাজার : সমুদ্র সৈকতে সন্ধ্যার পর ৬ দিন সব ধরনের অনুষ্ঠান বন্ধ থাকবে। ‘নিরাপত্তার কারণে’ কক্সবাজারে সমুদ্র সৈকতসহ সকল উন্মুক্ত স্থানে ৩১ ডিসেম্বর থেকে ছয়দিন আয়োজিত যে কোনো অনুষ্ঠান সূর্যাস্তের আগে শেষ করার নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন। ওই সময়ের মধ্যেই সৈকতে ‘মেগা বিচ কার্নিভাল’ আয়োজন করছে প্রশাসন। এছাড়া প্রতিবছরের মতো এবারো যথারীতি ‘থার্টি ফাস্ট নাইট’ উদযাপিত হবে। রোববার বিকেলে কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত এক সভায় একথা জানানো হয়। সভায় কক্সবাজারের জেলা প্রশাসক মো. আলী হোসেন জানান, পর্যটন বর্ষ-২০১৬ উপলক্ষ্যে কক্সবাজার সমুদ্র সৈকতের বিচ কার্নিভালের আয়োজন করা হয়েছে, যা ৩১ ডিসেম্বর থেকে ২ জানুয়ারি পর্যন্ত চলবে। তিনি বলেন, একই সঙ্গে থার্টি ফাস্ট নাইট উপলক্ষে সৈকতে রয়েছে নানা আয়োজনও। কিন্তু নিরাপত্তার কারণে সৈকতের সব ধরনের অনুষ্ঠান সন্ধ্যার আগেই শেষ করতে সরকারের উচ্চ পর্যায়ের নির্দেশনা রয়েছে। ফলে নিরাপত্তার স্বার্থে কক্সবাজারের কোনো স্থানে উন্মুক্ত অনুষ্ঠান না করার এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। ২৮ ডিসেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এসএম/ডিআরএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে