সিদ্ধান্ত পাল্টালেন সেই মেয়র প্রার্থী রফিক
চট্টগ্রাম : সিদ্ধান্ত পাল্টালেন সেই মেয়র প্রার্থী। ভোটের মাত্র তিনদিন আগে রোববার দুপুরে হঠাৎ পৌরসভা নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন চট্টগ্রামের সাতকানিয়ার বিএনপির মেয়র প্রার্থী হাজি রফিকুল আলম।
সে সময় তিনি বলেছিলেন, ক্ষমতাসীনদের চাপের মুখে দলীয় নেতাকর্মীদের রক্ষা করতে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। সেই ঘোষণার ২৪ ঘণ্টা না যেতেই সোমবার দুপুরে সংবাদ সম্মেলন করে বললেন, ‘আমি ভোটে আছি। কোনো চাপ আমাকে নির্বাচন থেকে বিরত করতে পারবে না।’
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা মীর মোহাম্মদ নাছির উদ্দিনের চট্টগ্রাম নগরীর বাসায় রফিকুল আলম বলেন, ‘আমাকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। নেতাকর্মীদের নামেও মিথ্যা মামলা দেয়া হচ্ছে।’
তিনি বলেন, ‘নির্বাচনের কোনো পরিবেশ না দেখে আতঙ্কে ও হতাশ হয়ে রোববার নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছিলাম। তবে আমার সমর্থকদের কথা ভেবে নির্বাচনে থাকার সিদ্ধান্ত নিয়েছি।’
এই প্রার্থী এবার বলেন, কোনো ধরনের চাপ তাকে নির্বাচন থেকে বিরত রাখতে পারবে না। ভোটাররা ভোটকেন্দ্রে যেতে পারলে জয় হবেও বলে আশাবাদ ব্যক্তি করেন তিনি।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মীর মোহাম্মদ নাছির উদ্দিনসহ নগর বিএনপির নেতৃবৃন্দ।
২৮ ডিসেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এসএম/ডিআরএ