সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০১৫, ০৬:৫৯:২০

হেগের সালিশি আদালতে বাংলাদেশি দুই বিচারপতি

হেগের সালিশি আদালতে বাংলাদেশি দুই বিচারপতি

ঢাকা : প্রথমবারের মতো নেদারল্যান্ডের হেগে অবস্থিত আন্তর্জাতিক স্থায়ী সালিশি আদালতের (পিসিএ) সদস্য হয়েছেন বাংলাদেশের দুই বিচারপতি।

বিচারপতি মো. তোফাজ্জল ইসলাম ও বিচারপতি মো. আওলাদ আলী সম্মানজনক এ আদালতের সদস্যপদ লাভ করেছেন।

রোববার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

আন্তর্জাতিক বিবাদের শান্তিপূর্ণ সমাধানের লক্ষ্যে ১৯০৭ সালের হেগ সম্মেলনের ৪৪ অনুচ্ছেদ অনুযায়ী, পরবর্তী ছয় বছরের জন্য বাংলাদেশি বিচারকদের নিয়োগ পাওয়াকে স্বাগত জানিয়েছে স্থায়ী সালিশ আদালতের আন্তর্জাতিক ব্যুরো।

এ নিয়োগ হেগে অবস্থিত আইনি প্রতিষ্ঠানগুলোর সঙ্গে ঘনিষ্ঠ সম্পৃক্ততার মাধ্যমে বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশ যে অব্যাহত প্রচেষ্টা চালাচ্ছে, তারই প্রতিফলন বলে জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়।

মো. তোফাজ্জল ইসলাম একজন সাবেক প্রধান বিচারপতি ও মো. আওলাদ আলী হাইকোর্ট বিভাগের একজন সাবেক বিচারপতি ছিলেন।
২১ সেপ্টেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/এসএম/ডিআরএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে