মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২০, ০৫:১৬:৪৮

প্রধানমন্ত্রীর নির্দেশেই আইনি প্রক্রিয়ায় খালেদা জিয়াকে মুক্তির সিদ্ধান্ত

প্রধানমন্ত্রীর নির্দেশেই আইনি প্রক্রিয়ায় খালেদা জিয়াকে মুক্তির সিদ্ধান্ত

নিউজ ডেস্ক : কারাব'ন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে শ'র্তসাপেক্ষে ছয় মাসের জন্য মুক্তি দেয়ার সুপারিশ করেছে সরকার। মঙ্গলবার (২৪ মার্চ) বিকালে গুলশানে নিজ বাসায় জরুরি সংবাদ সম্মেলন করে আইনমন্ত্রী আনিসুল হক এ কথা জানিয়েছেন।

আনিসুল হক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ ব্যাপারে নির্দে'শ দিয়েছেন। প্রধানমন্ত্রীর নির্দে'শ হচ্ছে আইনি প্রক্রি'য়ায় দুই শর্তে তার দ'ণ্ডাদেশ স্থ'গিত রেখে তাকে মুক্তি দেয়া হোক। সরকার মানবিক কারণে সদয় হয়ে এই সিদ্ধান্ত নিয়েছে।

তিনি বলেন, বিদেশ না যাওয়ার শর্তে ফৌজদারি কার্যবিধি ৪০১ ধারার ১ উপধা'রা মতে ছয় মাসের জন্য খালেদা জিয়ার সা'জা স্থ'গিত করে তাকে মুক্তি বিষয়ে মতামত দিয়েছি। মতামত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। সেখান থেকে তাকে মুক্তির বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে।

আইনমন্ত্রী বলেন, খালেদা জিয়ার বয়স বিবে'চনায় এবং মানবিক কারণে তার দ'ণ্ডাদেশ স্থ'গিত রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে এসময় তিনি বাসায় থেকে চিকিৎসা নেবেন। দেশের বাইরে গমন করতে পারবেন না। আজকের পরিপ্রেক্ষিতে (কোভিড-১৯তি) কাউকে বিদেশে যেতে বলা মানে তাকে সু'ইসা'ইড করতে বলা।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে