মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২০, ১১:৪৭:৩২

হাত ধোয়া ছাড়া গ্রামে প্রবেশ নিষেধ!

হাত ধোয়া ছাড়া গ্রামে প্রবেশ নিষেধ!

নিউজ ডেস্ক : করোনা ভাইরাসে আ’ক্রান্ত হয়ে দিনদিন মৃ’তের সংখ্যা বেড়েই চলছে। সারাবিশ্বে এখন পর্যন্ত এই ভাইরাসে মৃ’ত্যু হয়েছে ১৬ হাজার মানুষের। এরইমধ্যে আ’ক্রা'ন্তের সংখ্যা ৩ লাখ ৭৮ হাজার ৮৫৯ জন ছাড়িয়েছে। এছাড়া চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১ লাখ ২ হাজার ৬৯ জন। ইতোমধ্যে এই ভাইরাসে বাংলাদেশে তিনজনের মৃ’ত্যু হয়েছে। আ’ক্রা'ন্ত হয়েছে ৩৩ জন।

এমতাবস্তায়, রংপুরের দামোদরপুরে করোনাভাইরাসের সং'ক্রমণ রো'ধে বাধ্যতামূলক হাত ধোয়ার উদ্যোগ নেয়া হয়েছে। হাত ধোয়া ছাড়া গ্রামে বাইরে হতে আসা কাউকে প্রবেশ করতে দেয়া হচ্ছে না।

মঙ্গলবার (২৪ মার্চ) বিকেলে নগরীর ১৩নং ওয়ার্ডের সাতঘরিয়া গ্রামে এ চিত্র দেখা গেছে। গ্রামের প্রবেশমুখে বাঁশের ব্যারিকেড তৈরি করা হয়েছে, যাতে হাত না ধুয়ে কেউ প্রবেশ করতে না পারে।

এ ব্যাপারে সাতঘরিয়া নবীন সংঘের পরিচালক ইঞ্জিনিয়ার এম.এ. এইচ সাবু বলেন, শহরে-গ্রামে সবখানে বৈশ্বিক এই মহামারি রোধে সরকারের পাশাপাশি বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম চালানো হচ্ছে। সেই ধারাবাহিকতায় গ্রামের লোকজনকেও বার বার হাত ধোয়ার জন্য সচেতন করা হচ্ছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে