সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০১৫, ০৭:২৬:১৩

সরাসরি গুলি করুন, দায় আমার : নুরুজ্জামান

 সরাসরি গুলি করুন, দায় আমার : নুরুজ্জামান

নিউজ ডেস্ক : অপরাধ দমনে সরাসরি গুলি করতে পুলিশ বাহিনীর সদস্যদের নির্দেশ দিয়েছেন পুলিশের ঢাকা রেঞ্জের প্রধান ডিআইজি নূরুজ্জামান।

রোববার ফরিদপুরের সালথা উপজেলার নবকাম পল্লী বিশ্ববিদ্যালয় কলেজ প্রাঙ্গনে কমিউনিটি পুলিশিং ও আইন শৃঙ্খলা বিষয়ে মতবিনিময় সভায় তিনি এ নির্দেশ দেন।

দেশজুড়ে টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় ছেলের সামনে মাকে ধর্ষণ মামলার বিচারপ্রার্থী এলাকাবাসীর উপর গুলি চারজনকে হত্যার ব্যাপক আলোচনা-সমালোচনার মধ্যেই ঢাকা রেঞ্জের ডিআইজি এই নির্দেশ দিলেন।

নূরুজ্জামান বলেন, যারা জনগণের জানমাল নিয়ে ছিনিমিনি খেলে কিংবা সরকারি সম্পদ ধ্বংসের চেষ্টা করে, তাদের প্রতিহত করতে যা যা করা দরকার সবই করবেন। প্রয়োজন হলে সরাসরি গুলি করুন। দায়-দায়িত্ব সব আমি নেব।

তিনি বলেন, জনগণের টাকায় আপনাদের বেতন হয়। তাদের টাকায় আপনাদের অস্ত্র কেনা হয়। তাদের জানমালের নিরাপত্তা দেয়ার দায়িত্ব আপনাদের। তাদের নিরাপত্তার জন্য আপনারা গুলি করতে দ্বিধা-বোধ করবেন না।

ডিআইজি নূরুজ্জামান বলেন, হেফাজত ঢাকা অবরোধের সময় ব্যাংক লুট  ও সচিবালয়ে নাশকতা করতে চেয়েছিল। পুলিশ সে অপতৎপরতা ব্যর্থ করে দিয়েছে।

তিনি বলেন, আমি মুক্তিযোদ্ধা ও গোপালগঞ্জের লোক হওয়ায় যোগ্যতা থাকা সত্ত্বেও আমাকে পদোন্নতি দেওয়া হয়নি। যথা সময়ে আমাকে পদোন্নতি দিলে আমি এখন আইজি থাকতাম।

এসময় আসন্ন ঈদ উপলক্ষে রাস্তাঘাটে চাঁদাবাজদের কোনো ধরনের ছাড় না দিতে পুলিশ বাহিনীর প্রতি আহ্বান জানিয়ে গুলির নির্দেশ দেন নূরুজ্জামান।  

এসময় উপস্থিত ছিলেন ফরিদপুরের এসপি মো. জামিল হাসান, রাজবাড়ীর জেলার এসপি জিহাদুল কবির পিপিএম, বোয়ালমারী উপজেলা পরিষদের চেয়ারম্যান এমএম মোশাররফ হোসেন ও সালথা উপজেলা চেয়ারম্যান মো. ওয়াহিদুজ্জামান।
২১ সেপ্টেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/এসএম/ডিআরএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে