বুধবার, ২৫ মার্চ, ২০২০, ০৮:৫৯:০৮

গৃহহীনদের বিনামূল্যে ঘর, ছয় মাসের খাদ্য, নগদ অর্থ প্রদান করা হবে : প্রধানমন্ত্রী

গৃহহীনদের বিনামূল্যে ঘর, ছয় মাসের খাদ্য, নগদ অর্থ প্রদান করা হবে : প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক: করোনাভাইরাসের স'ঙ্ক'ট মো'কাবে'লায় গৃ'হহী'ন ও ভূমিহী'নদের জন্য বিনামূল্যে ঘর, ছয় মাসের খাদ্য এবং নগদ অর্থ প্রদান করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।তিনি বলেছেন, নিম্নআয়ের ব্যক্তিদের ‘ঘরে-ফে'রা’ কর্মসূচির আও'তায় নিজ নিজ গ্রামে সহা'য়তা প্রদান করা হবে। এ ব্যাপারে জেলা প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে। 

আজ বুধবার সন্ধ্যায় জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। 

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, করোনাভাইরাসের কারণে অনেক মানুষ কাজ হা'রিয়েছেন। আমাদের তাঁদের পাশে দাঁড়াতে হবে। ভাষাণচরে এক লাখ মানুষের থাকার ও কর্মসংস্থান উপযোগী আবাসন ব্যবস্থা গড়ে তোলা হয়েছে। সেখানে কেউ যেতে চাইলে সরকার ব্যবস্থা গ্রহণ করবে। 

তিনি বলেন, বিনামূল্যে ভিজিডি, ভিজিএফ এবং ১০ টাকা কেজি দ'রে চাল সরবরাহ কর্মসূচি অ'ব্যাহ'ত থাকবে। একইভাবে বিনামুল্যে ওষুধ ও চিকিৎ'সা সেবা ও দেওয়া হচ্ছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে