সোমবার, ৩০ মার্চ, ২০২০, ১১:১৫:১০

দেখে নিন, কোন জেলায় কত চাল ও টাকা বরাদ্দ

দেখে নিন, কোন জেলায় কত চাল ও টাকা বরাদ্দ

নিউজ ডেস্ক : দুর্যো'গ ব্যবস্থাপনা ও ত্রা'ণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান বলেছেন, করোনা ভাইরাস সং'ক্রমণ সংক্রা'ন্ত দুর্যো'গ মো'কাবিলায় এ পর্যন্ত ৩৯ হাজার ৬৬৭ টন চাল বরাদ্দ তার মন্ত্রণালয়। আর টাকা বরাদ্দ গেছে ১১ কোটি ২৪ লাখ ৭২ হাজার ২৬৪। আজ সোমবার সন্ধ্যায় এ তথ্য জানান প্রতিমন্ত্রী। 

তিনি বলেন, মানবিক প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনগণের প্রয়োজন মেটাতে কোনো কৃপণতা না করার ক'ড়া নির্দে'শ দিয়েছেন। এদিকে দুর্যো'গ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় কোন জেলায় কী পরিমাণ ত্রাণ ও টাকা বরাদ্দ দিয়েছে তার একটি তালিকা কাছে এসেছে। এতে বলা হয়েছে, পৌর এলাকায় শ্রমজীবি মানুষ বেশি বসবাস করায় ত্রাণ বন্টনের ক্ষেত্রে এ এলাকাকে প্রাধান্য দেওয়া হবে।

ডা. এনামুর রহমান বলেন, সারা দেশের ডিসিদের কাছে দ্রুত ত্রাণ সাহায্য পৌঁছে দিচ্ছি। তারা উপজেলা থেকে ইউনিয়ন হয়ে ওয়ার্ডে ত্রাণ সাহায্য পাঠাচ্ছে। করোনায় পরিচালিত ত্রাণ সহযোগিতায় কোনো ধরণে শৈথিল্য গ্রহণ করা হবে না। সার্বক্ষণিক মনিটর করা হচ্ছে। জেলা উপজেলায় স্থানীয় জনপ্রতিনিধি এবং প্রশাসনের লোকজন দিন-রাত পরিশ্রম করছে। আশা করি করোনা উপলক্ষে আসা এই বিশেষ সময় সম্মিলিতভাবে মোকা'বিলা করতে সক্ষম হবো। কোন জেলায় কত চাল ও টাকা বরাদ্দ তালিকা দেখতে এখানে ক্লিক করুন.. 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে