বৃহস্পতিবার, ০২ এপ্রিল, ২০২০, ০৯:২৪:২০

ধর্মের ভেদাভেদ ভুলে মানুষের সেবা করুন : হরভজন

ধর্মের ভেদাভেদ ভুলে মানুষের সেবা করুন : হরভজন

স্পোর্টস ডেস্ক : ক্রিকেটকে বিদায় জানানোর পর সমাজের নানান উন্নয়নমূলক কাজের সঙ্গে নিজেকে যুক্ত করেছেন শাহিদ আফ্রিদি। করোনা মো'কাবেলায় তিনি পাকিস্তানের গরীব মানুষকে জীবা'ণুনা'শক সাবান, ত্রাণ সামগ্রী এবং খাবার দিয়ে সাহায্য করছেন। তার এই প্রচেষ্টায় পাশে এসে দাঁড়িয়েছে একসময়ের প্রতিদ্ব'ন্দ্বী হরভজন সিং এবং যুবরাজ সিং।

ভারতের রাজনৈতিক শ'ত্রু পাকিস্তানের ক্রিকেটার শহীদ আফ্রিদরি ফাউন্ডেশনকে এই সহায়তা করায় ভারতের দুই মহাতারকা হরভজন সিং আর যুবরাজ সিংয়ের ওপর চ'টে গেছে ভারতের অনেক উ'গ্র জাতীয়তাবাদী জনতা। অনেকে তাদের 'পাকিস্তানপ্রেমী' বলেও গা'লি দিচ্ছেন। শহিদ আফ্রিদির ফাউন্ডেশনের জন্য এর আগে বিরাট কোহলিও দান করেছিলেন। 

দুই দেশের ক্রিকেটারদের মাঝে বন্ধুত্বটা বেশ জমজমাট। তাই সেইসব সমালো'চকদের এবার জবাব দিয়েছেন হরভজন সিং। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করেছেন হরভজন। তাতে দেখা যাচ্ছে ইংল্যান্ডের গরিব দুঃখীদের খাবার বিতরণ করছেন সেদেশে বসবাসকারী শিখরা। ভিডিওটি পোস্ট করে হরভজন লিখেছেন, ''কোনো জাত বা ধর্মের ভে'দাভে'দ নয়। শুধুমাত্র মানবধর্ম। সেটাই হোক মন্ত্র। বাড়িতে থাকুক, নিরাপদে থাকুন। হিংসা বা ভাই'রাস না, শুধু ভালোবাসা ছড়িয়ে দিন দুনিয়ায়। প্রত্যেক মানুষের জন্যে ঈশ্বরের কাছে প্রার্থনা করি আসুন। হে গুরু, আমাদের সবাইকে আশীর্বাদ করুন।''

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে