হেসেই এড়িয়ে গেলেন খালেদা
নিউজ ডেস্ক : ঘোষণা দিয়েই আজ সংবাদ সম্মেলন করলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। মুক্তিযুদ্ধে শহীদদের সংখ্যা নিয়ে বিতর্কিত বক্তব্য দেয়ায় সমালোচনার মুখে পড়েন তিনি। সবাই ধারণা করেছিল, সংবাদ সম্মেলনে বিতর্কিত বক্তব্যের বিষয়ে কিছু বলবেন, কিন্তু বিষয়টি নিয়ে কিছুই বললেন না তিনি।
সাংবাদিকরা এ বিষয়ে প্রশ্ন করতেই মৃদু হেসে এড়িয়ে গেলেন তিনি।
সোমবার বিকেলে রাজধানীর গুলশানে নিজ রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে খালেদা জিয়া বলেন, দেশের ২শ’ ৩৪টি পৌরসভায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এখন নির্বাচনী প্রচার-প্রচারণা শেষ পর্যায়ে রয়েছে। ২০ দলীয় জোটের পক্ষ থেকে প্রায় আধা ঘণ্টার বক্তব্যে ধানের শীষে ভোট চাওয়াসহ নানা বক্তব্য তুলে ধরেন তিনি।
সংবাদ সম্মেলনের শুরুতে খালেদা জিয়া তার প্রয়াত সন্তান আরাফাত রহমান কোকোর স্মৃতিচারণ করে আবেগে আপ্লুত হন। স্মরণ করেন একাত্তরে মুক্তিযুদ্ধে শহীদদের।
লিখিত বক্তব্যের বেশির ভাগজুড়ে ছিল আসন্ন পৌরসভা নির্বাচন। একইসঙ্গে সবকিছুতে এবং সব রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে সরকারের ‘স্বৈরতান্ত্রিক নিয়ন্ত্রণ’ আরোপের সমালোচনা করেন তিনি।
সব শেষে সাংবাদিকরা প্রশ্ন করতে চাইলে মৃদু হেসে এড়িয়ে যান তিনি। বলেন, আজ নয়, অন্যদিন।
এদিকে চেয়ারপারসনের সংবাদ সম্মেলনটি টেলিভিশন চ্যানেলগুলোতে সরাসরি সম্প্রচার না হওয়ায় সরকারের প্রতি ক্ষোভ প্রকাশ করেছে বিএনপি।
দলটির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, মিডিয়াকে নিয়ন্ত্রণ করে নির্বাচন নিজেদের পক্ষে নেয়ার চেষ্টা করছে সরকার। সরকারের অগণতান্ত্রিক চেহারা ন্যক্কারজনকভাবে ফুটে উঠেছে।
২৮ ডিসেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম
�