মঙ্গলবার, ২৯ ডিসেম্বর, ২০১৫, ১২:৫৫:৪৮

শাহজালাল বিমানবন্দরে ৭ কেজি স্বর্ণ উদ্ধার

শাহজালাল বিমানবন্দরে ৭ কেজি স্বর্ণ উদ্ধার

নিউজ ডেস্ক : ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সাড়ে ৩ কোটি টাকা মূল্যের প্রায় ৭ কেজি সোনাসহ শওকত (২৫) নামের এক বাংলাদেশী যুবককে আটক করেছে শুল্ক বিভাগ। সোমবার রাত সাড়ে ৯টার দিকে তাকে স্বর্ণসহ আটক করা হয় বলে বিমানবন্দর শুল্ক বিভাগের সহকারী কমিশনার শহীদুজ্জামান সরকার। আটক শওকত কুমিল্লা জেলার গৌরিপুর গ্রামের বাসিন্দা। বিমানবন্দর শুল্ক বিভাগের সহকারী কমিশনার শহীদুজ্জামান সরকার বলেন, “সোমবার রাত সাড়ে ৯টায় শওকত মালয়েশিয়া থেকে এমএইচ১৯৬ ফ্লাইটে বিমানবন্দরে নামেন। এসময় তার গতিবিধি সন্দেহজনক মনে হলে বিমানবন্দরের বে-০৭ এলাকায় তল্লাশি করে তার ব্যাগ থেকে প্রায় সাত কেজি ওজনের ১২টি স্বর্ণের বার পাওয়া যায়। উদ্ধারকৃত সোনার দাম প্রায় সাড়ে তিন কোটি টাকা জানিয়ে শুল্ক কর্মকর্তা শহীদুজ্জামান বলেন, আটক শওকতের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। ২৯ ডিসেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/এসবি/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে