কোণঠাসা বিএনপি : হামলা মামলা হুমকি হয়রানি
নিউজ ডেস্ক : চট্টগ্রামের সাতকানিয়া পৌরসভা নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন বিএনপি মনোনীত মেয়র পদপ্রার্থী হাজি রফিকুল আলম। গতকাল রবিবার সংবাদ সম্মেলন করে তিনি বলেছেন, নিজের ও দলের কর্মী-সমর্থকদের হামলা, মামলা ও হয়রানি থেকে বাঁচাতেই এ সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন।
সরকারি দল, পুলিশ ও বিভিন্ন সংস্থার লোকজন চাপ দিয়ে যাচ্ছিল। আলটিমেটাম ছিল আজকের (রবিবার) মধ্যেই নির্বাচনী মাঠ থেকে সরে আসতে হবে। বলা হয়েছে, একটি মামলা দিয়েছি, পেট্রলবোমা হামলাসহ আরো অনেক মামলা দেওয়া হবে। এ অবস্থায় মাঠ ছেড়ে দেওয়া ছাড়া আর কোনো রাস্তা খোলা ছিল না।
বিশ্বস্ত সূত্র জানিয়েছে, সরকারি দলের চাপের কারণে এ পৌরসভায় জাতীয় পার্টির মেয়র পদপ্রার্থী মোহাম্মদ ইউসুফও আজ সোমবার নির্বাচনী মাঠ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিতে পারেন।
শরীয়তপুরের নড়িয়া পৌরসভায় বিএনপির মনোনয়নে মেয়র পদপ্রার্থী হয়েছিলেন রেজাউর রহমান। কিন্তু আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী শহীদুল ইসলাম বাবুর হুমকি-ধমকি ও বাধার মুখে প্রচারেই নামতে পারেননি তিনি। শেষ পর্যন্ত নির্বাচন থেকেই সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। বিএনপির কর্মী-সমর্থকদের বলা হয়েছে, শহীদুলের পক্ষে প্রচার চালাতে। রেজাউর রহমান ছাড়াও একই কারণে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন স্বতন্ত্র প্রার্থী মোসলেহ উদ্দিন। তিনিও শহীদুলকে সমর্থন দিয়েছেন।
এ বিষয়ে নাম প্রকাশ না করার শর্তে নড়িয়া উপজেলা বিএনপির শীর্ষস্থানীয় এক নেতা বলেন, ‘নড়িয়ায় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর সমর্থকরা আওয়ামী লীগের মেয়র পদপ্রার্থীকেই ঘর থেকে বের হতে দেন না। আমাদের প্রার্থীর প্রচার চালানো তো দূরের কথা, তাঁকে রীতিমতো গৃহবন্দি করে রাখা হয়েছে। প্রশাসনও কোনো সহযোগিতা করছে না।’ তাই তিনি (রেজাউর) নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিতে বাধ্য হয়েছেন।
শুধু নড়িয়া কিংবা সাতকানিয়া নয়, বিভিন্ন পৌরসভায় আওয়ামী লীগের মনোনীত কিংবা বিদ্রোহী প্রার্থী, তাদের নেতাকর্মী ও সমর্থকদের চাপের মুখে কোণঠাসা হয়ে পড়েছেন অন্য প্রার্থীরা। হামলা ও মামলার ভয় দেখিয়ে তাদের নির্বাচন থেকে সরে দাঁড়াতে চাপ দেওয়া হচ্ছে। বিরোধীদলীয় অনেক মেয়র পদপ্রার্থী প্রচারেই নামতে পারছেন না, নামলেই হামলা করা হচ্ছে।
বিএনপি-জাতীয় পার্টির নেতাদের পিটুনি দিলে পুরস্কার দেওয়া হবে বলে ঘোষণা দিয়েছেন সরকারি দলের এক এমপি। আতঙ্কে অনেক জায়গায় ইতিমধ্যে, বিশেষ করে বিএনপির মেয়র পদপ্রার্থীরা আত্মগোপন করেছেন। সুষ্ঠু ভোট নিয়ে শঙ্কা প্রকাশ করে বিভিন্ন স্থানে বিএনপি ও তাদের মেয়র পদপ্রার্থীরা সংবাদ সম্মেলন করেছেন। অবাধ নির্বাচনের স্বার্থে তারা সেনা মোতায়েনের দাবি ও প্রশাসনের সহায়তা চেয়েছেন।
আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর :
সাতকানিয়ায় সরে দাঁড়ালেন বিএনপির প্রার্থী : গতকাল বিকেলে চট্টগ্রামে প্রবর্তক পাহাড়ে এক বন্ধুর কার্যালয়ে হঠাৎ সংবাদ সম্মেলনের আয়োজন করেন বিএনপির মেয়র পদপ্রার্থী হাজি রফিকুল আলম। তিন দিন ধরে আত্মগোপনে ছিলেন তিনি।
সংবাদ সম্মেলনে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়ে তিনি বলেন, ‘নির্বাচনে দাঁড়ানোর আগে আমার বিরুদ্ধে থানায় একটি জিডিও হয়নি। কিন্তু সরকারি দলের নেতারা আমার পুত্রবধূকে প্ররোচিত করে গত ২৪ ডিসেম্বর নগরের কোতোয়ালি থানায় আমার বিরুদ্ধে একটি নারী নির্যাতন মামলা করান। এর পর থেকেই গ্রেপ্তার এড়াতে আমি এলাকায় যাইনি। গত তিন দিন ধরে সরকারি দল ও প্রশাসনের বিভিন্ন চাপের মুখে নিজের ও দলীয় নেতাকর্মীদের রক্ষা করতে শেষ মুহূর্তে এসে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি।’
হাজি রফিক বলেন, ‘আলটিমেটাম ছিল, আজকের (রবিবার) মধ্যেই নির্বাচনী মাঠ থেকে সরে আসতে হবে। শুধু সরকারি দল ও পুলিশ নয়, বিভিন্ন সংস্থার লোকজন দিয়েও ভয়ভীতি দেখানো হয়েছে। বলা হয়েছে, একটি মামলা দিয়েছি, পেট্রলবোমাসহ আরো অনেক মামলা দেওয়া হবে। আমার পরিবার ও স্বজনসহ যাঁরা আমার জন্য নির্বাচনী মাঠে আছেন তাঁদেরও হয়রানি করা হচ্ছে। এসব ভেবে আমি নির্বাচন থেকে সরে দাঁড়ালাম। দলীয় কোনো সিদ্ধান্ত ছাড়া আমি নিজেই এ সিদ্ধান্ত নিয়েছি।’
খোঁজ নিয়ে জানা গেছে, শুধু সাতকানিয়া নয়, রাউজান, রাঙ্গুনিয়া, পটিয়া, মিরসরাই, বারৈয়ারহাট, সীতাকুণ্ডসহ বৃহত্তর চট্টগ্রামের বিভিন্ন পৌরসভায়ও বিরোধীদলীয় মেয়র পদপ্রার্থীদের হুমকি-ধমকি ও হয়রানি করা হচ্ছে। বেশির ভাগ মেয়র পদপ্রার্থী তাঁদের নির্বাচনী এলাকায় প্রচার চালাতে পারেনি বলে অভিযোগ উঠেছে।
রাউজান পৌরসভার বিএনপি মনোনীত মেয়র পদপ্রার্থী কাজী আবদুল্লাহ আল হাসান গতকাল বিকেলে কালের কণ্ঠকে বলেন, ‘প্রচারের পর যাঁরা আমার সাথে থাকেন তাঁদের ঘরে ঘরে গিয়ে পুলিশি হয়রানি করা হচ্ছে। আমাকে মোবাইলেও এলাকায় না যাওয়ার জন্য চাপ দেওয়া হচ্ছে। এসব অভিযোগ আমি গত শনিবারও রিটার্নিং কর্মকর্তা ও থানা প্রশাসনকে লিখিতভাবে জানালেও এখনো কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।’
রাঙ্গুনিয়ায় বিএনপির মেয়র পদপ্রার্থী হেলাল উদ্দিন শাহ্ বলেন, ‘ভয়-ভীতির কারণে প্রচার চালাতে পারছি না। নির্বাচন পর্যন্ত এলাকায় থাকতে পারব কি না তা নিয়ে আমি নিজেই চিন্তিত।’
পটিয়া পৌরসভায় বিএনপি মনোনীত মেয়র পদপ্রার্থী তৌহিদুল আলম অভিযোগ করেন, ‘নির্বাচনী মাঠ থেকে আমার কর্মী-সমর্থকদের দূরে সরিয়ে রাখার জন্য বিভিন্নভাবে হয়রানি করা হচ্ছে। আমাকেও হয়রানির শিকার হতে হচ্ছে। নেতাকর্মী ও সমর্থকদের বাড়ি বাড়ি গিয়ে পুলিশি হয়রানি চলছে।’
একই পৌরসভায় জাতীয় পার্টির প্রার্থী শামসুল আলম মাস্টার গত শনিবার চট্টগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে বলেন, ‘নির্বাচনের পরিবেশ নষ্ট করতে সরকারদলীয় প্রার্থী আচরণবিধি ভঙ্গ করছেন। নির্বাচনে এমপিদের প্রচারণা চালানোর অনুমতি না থাকলেও পৌরসভায় সভা-সমাবেশ করছেন স্থানীয় এমপি। এসব অভিযোগ লিখিতভাবে রিটার্নিং কর্মকর্তাকে দেওয়ার পরও কোনো প্রতিকার পাইনি।’
সীতাকুণ্ড আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী বর্তমান মেয়র নায়েক (অব.) সফিউল আলম বলেন, ‘শুক্রবার পৌরসভার পন্থিশিলা এলাকায় আওয়ামী লীগের প্রার্থীর ছেলে আমার প্রচারের গাড়ি ও মাইক ভাঙচুর করেছে। বিভিন্নভাবে হুমকি-ধমকি দেওয়া হচ্ছে, প্রশাসন দিয়ে হয়রানি করা হচ্ছে।’
এ অবস্থায় গতকাল চট্টগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন পৌর নির্বাচনে চট্টগ্রাম জেলার মনিটরিং সেলের আহ্বায়ক মীর মোহাম্মদ নাছির উদ্দিন। তিনি বলেন, চট্টগ্রামের ১০টি পৌরসভায় বিএনপির প্রার্থী ও সমর্থকরা নির্বাচনী কোনো কার্যক্রম পরিচালনা করতে পারছে না। সরকারদলীয় প্রার্থী-সমর্থকরা হামলা ও ভীতিকর পরিস্থিতির সৃষ্টি করছে। নির্বাচন কমিশনে অভিযোগ দেওয়া হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
নড়িয়ায় চাপে বসে গেছেন বিএনপির প্রার্থী : গত শুক্রবার বিকেলে নড়িয়া পৌরসভা বিএনপির আহ্বায়ক মমিনুল হক স্বপন মাঝির বাড়িতে আয়োজিত সভায় পৌর নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন বিএনপির মেয়র প্রার্থী রেজাউর রহমান। স্বতন্ত্র প্রার্থী মোসলেহ উদ্দিনও সেই সভায় উপস্থিত ছিলেন। তিনিও একই ঘোষণা দেন। আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী শহীদুল ইসলাম বাবুর চাপে তাঁদের সরে দাঁড়ানোর ঘোষণা দিতে হয়েছে এমন অভিযোগ উঠেছে।
নির্বাচনের মাঠ ছাড়ার পর রেজাউর ও মোসলেহ উদ্দিন তাদের কর্মী-সমর্থকদের শহীদুলের পক্ষে প্রচার চালাতে বলেন।
নড়িয়া পৌরসভা বিএনপির আহ্বায়ক মমিনুল হক স্বপন মাঝি বলেন, প্রচার না চালানোর চাপ ছিল। বাধ্য হয়ে কর্মীদের শহীদুল ইসলামের পক্ষে কাজ করার জন্য বলা হয়েছে।
রেজাউর রহমানের মোবাইল ফোনে একাধিকবার ফোন করলেও তিনি ধরেননি। তার বাড়িতে গিয়ে তাঁকে পাওয়া যায়নি। তিনি কোথায় আছেন তা পরিবারের সদস্যরাও বলতে পারছেন না।
স্বতন্ত্র প্রার্থী মোসলেহ উদ্দিন বলেন, ‘প্রথম দিকে আমার পোস্টার ছিঁড়ে ফেলত, কর্মীদের প্রচারণায় বাধা দিত। এখন নির্বাচন থেকেই সরে দাঁড়াতে হলো। চাপে পড়ে শহীদুল ইসলামকে সমর্থন দিতে হয়েছে।’
বিরোধীদের পেটালেই পুরস্কারের ঘোষণা এমপির : লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনের ক্ষমতাসীন দলের এমপি মো. আবদুল্লাহ আল মামুন দলীয় মেয়র প্রার্থীকে বিজয়ী করতে মরিয়া হয়ে মাঠে নেমেছেন। বিএনপি, জাতীয় পার্টির মেয়র প্রার্থীর অভিযোগ, দুই দিন আগে প্রকাশ্যে রামগতির আলেকজান্ডার বাজারে এমপি মামুন দলীয় নেতাকর্মীদের উদ্দেশে ঘোষণা দিয়েছেন, নৌকার বাইরে বিরোধী পক্ষের নেতাকর্মীদের পেটালেই তিনি পুরস্কার দেবেন।
এমন ঘোষণার পর নৌকার প্রার্থীর ক্যাডাররা অস্ত্রশস্ত্র নিয়ে প্রকাশ্যে মোটরসাইকেলের বহর নিয়ে এলাকায় ঘুরে বেড়াচ্ছেন। হামলা আর নির্যাতনের ভয়ে প্রকাশ্যে প্রচারে বের হচ্ছেন না ধানের শীষ ও লাঙলের প্রার্থীরা। অভিযোগ পাওয়া গেছে, এমপির ঘোষণার পর গত শুক্রবার জাতীয় পার্টির প্রার্থী আজাদ উদ্দিন চৌধুরীর মাথায় অস্ত্র ঠেকিয়ে প্রচারণা বন্ধ রাখতে শাসানো হয়েছে। গত শুক্রবার পৌর এলাকার ৬ নম্বর ওয়ার্ডে প্রচারণায় গেলে এমন পরিস্থিতির শিকার হন আজাদ।
বিএনপির প্রার্থী শাহেদ আলীর বাড়িতে হামলা করেছে এমপির লোকজন। তার নেতাকর্মীদের রাস্তায় পেলেই হামলা করা হচ্ছে। বিএনপির নেতা ও কর্মী সমর্থকদের ডেকে নিয়ে নৌকার প্রার্থীর পক্ষে কাজ করার নির্দেশও দেওয়া হচ্ছে। নইলে নির্বাচনের পর এলাকা ছাড়ার হুমকি দেওয়া হচ্ছে। এ অবস্থায় ভোটকেন্দ্রে পোলিং এজেন্ট খুঁজে পাওয়া নিয়েই বিপাকে আছেন লাঙল আর ধানের শীষের প্রার্থীরা। এমপি ও তাঁর লোকজনের ভয়ে কেউ পোলিং এজেন্ট হতে চাইছে না।
জাতীয় পার্টির প্রার্থী আজাদ উদ্দিন চৌধুরী অভিযোগ করে বলেন, ‘আওয়ামী লীগের প্রার্থী ছাড়া এলাকায় কেউ থাকতে পারবে না, ভোটকেন্দ্রে কেউ যেতে পারবে না—এমন হুমকি দিচ্ছেন এমপি এবং আওয়ামী লীগের মেয়র প্রার্থী মেজবাহ উদ্দিন মেজু।
বিএনপি প্রার্থী শাহেদ আলী বলেন, ‘আওয়ামী লীগ প্রার্থীর লোকজন আমার নির্বাচনী পোস্টার-ব্যানার ছিঁড়ে ফেলছেন, নেতাকর্মীদের ওপর হামলা করছেন।
তবে অভিযোগ প্রসঙ্গে গতকাল এমপি আবদুল্লাহ আল মামুনের দুটি মোবাইলে একাধিকবার যোগাযোগ করা হলেও সেগুলো বন্ধ পাওয়া যায়।
আওয়ামী লীগ প্রার্থী মেজবাহ উদ্দিন মেজু বলেন, পরিছন্ন ভোটের পরিবেশকে প্রশ্নবিদ্ধ করতেই এমন মিথ্যা অভিযোগ তোলা হচ্ছে।
মেয়র ব্যালট পাবেন না ভোটাররা : বরিশালের ১৭ পৌরসভায় নির্বাচনে ভোটাররা মেয়র পদে তাঁদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবেন না বলে আশঙ্কা করেছে বিএনপি। বিএনপির বরিশাল বিভাগীয় পৌর নির্বাচন মনিটরিং সেলের পক্ষ থেকে গতকাল সংবাদ সম্মেলন করে বলা হয়েছে, মেয়র ব্যালট পাবেন না ভোটাররা। ভোটকক্ষে প্রবেশের পরই আওয়ামী লীগের ক্যাডাররা তা ছিনিয়ে নেবে। বরিশাল বিএনপির দলীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলন থেকে নির্বাচনে সেনা মোতায়েনেরও দাবি জানানো হয়।
মনিটরিং সেলের আহ্বায়ক ও কেন্দ্রীয় বিএনপির সহসভাপতি সেলিমা রহমান সংবাদ সম্মেলনে বলেন, ‘আমরা শঙ্কিত, শেষ পর্যন্ত নির্বাচনে আমাদের প্রার্থীরা থাকবেন কি না? কারণ নির্বাচনী প্রচারণায় যেভাবে বাধা দেওয়া হচ্ছে, তাতে নির্বাচনের দিন ভোটারদের কেন্দ্রে যেতে দেবে না সরকারদলীয় নেতাকর্মীরা। আমাদের প্রার্থীরা এলাকায় ভোট চাইতে পারছেন না। প্রচারণায় গেলেই আওয়ামী লীগের নেতাকর্মীরা হুমকি দিচ্ছে। পাথরঘাটার প্রার্থীকে সরকারদলীয় কর্মীরা তাঁর নিজ ঘরেই অবরুদ্ধ করে রেখেছে। বরগুনার বেতাগী পৌরসভা নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী মো. হুমায়ুন কবিরের বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। সুষ্ঠু ভোট হলে আমাদের অন্তত ১২ জন মেয়র প্রার্থী বিপুল ভোটে জয়ী হবেন।’
বিএনপির তিন নির্বাচনী অফিস ভাঙচুর : যশোরের কেশবপুর পৌরসভা নির্বাচনকে সামনে রেখে বিএনপির দলীয় কার্যালয়সহ ধানের শীষ প্রতীকের তিনটি নির্বাচনী অফিস ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় গতকাল দলীয় কার্যালয়ের সামনে সংবাদ সম্মেলন করেছেন বিএনপির মেয়র পদপ্রার্থী ও বর্তমান মেয়র আব্দুস সামাদ বিশ্বাস। তিনি বলেছেন, আওয়ামী লীগের কর্মীরাই এসব ভাঙচুর চালিয়েছে। আওয়ামী লীগ উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে ক্যাডার এনে কেশবপুরে ত্রাস সৃষ্টি করেছে এবং ভোটারদের মাঝে ভীতি সঞ্চার করেছে। তারা পোস্টার ছিঁড়ে আগুন ধরিয়ে দিচ্ছে এবং বিএনপিকর্মীদের বাড়ি বাড়ি গিয়ে ভয়ভীতি প্রদর্শন করছে।
নরসিংদীতে বেপরোয়া কামরুজ্জামান : নরসিংদী পৌরসভায় আওয়ামী লীগের মেয়র পদপ্রার্থী কামরুজ্জামানের বিরুদ্ধে ভোটারদের হুমকি, প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সমর্থকদের ওপর হামলা ও মামলা দিয়ে পুলিশি হয়রানিসহ নির্বাচনে কেন্দ্র দখলের হুমকির অভিযোগ উঠেছে। গতকাল সকালে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী এস এম কাইয়ূম সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করেন। একই অভিযোগ করেছেন বিএনপির মেয়র পদপ্রার্থী সাইফুল ইসলাম সোহেল।
কাইয়ূম অভিযোগ কর বলেন, ‘কামারুজ্জামান ভোটারদের হুমকি, আমার নির্বাচনী ক্যাম্প দখল, কর্মী-সমর্থকদের ওপর হামলা ও মামলা করছেন। এসব ঘটনায় এ পর্যন্ত তাঁর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের ১২টি অভিযোগ করা হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নেয়নি।’
বিএনপির প্রার্থী সাইফুল ইসলাম সোহেল বলেন, ‘এত দিন ক্ষমতাসীন দলের প্রার্থীর লোকজন আমার কর্মী-সমর্থকদের প্রচারণায় বাধা ও পোস্টার ছিঁড়ে ফেললেও শনিবার থেকে শুরু হয়েছে হুমকি-ধমকি। ইতিমধ্যে তারা জেলা ছাত্রদলের সহপ্রচার সম্পাদক মাইন উদ্দিনের বাড়িঘরে হামলা চালিয়ে ভাঙচুর করেছে।’
গতকাল বিকেলে নরসিংদী শহরের একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলন করে মনোহরদী পৌরসভা নির্বাচনে বিএনপির প্রার্থী মাহমুদুল হক অভিযোগ করেন, ‘সরকারি দলের প্রার্থী এবং তাঁর সমর্থকরা আমার কর্মী-সমর্থকদের বাড়িঘরে হামলা, তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা করার হুমকি, ভয়ভীতি প্রদর্শন, জনসংযোগকালে কর্মীদের অপহরণ, অতর্কিত হামলা ও এজেন্ট না হওয়ার জন্য হুমকি দিচ্ছে। এসব ঘটনায় রিটার্নিং অফিসারের নিকট ৯টি অভিযোগ দেওয়ার পরও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।’
বিএনপির প্রার্থীর বিস্তর অভিযোগ : পিরোজপুরের স্বরূপকাঠি পৌরসভায় বিএনপির মেয়র পদপ্রার্থীর কর্মীদের প্রচারণায় বাধা, মারধর ও সমর্থকদের বাড়ি গিয়ে ভয়ভীতি দেখানোর অভিযোগ পাওয়া গেছে। আওয়ামী লীগের প্রার্থীর কর্মীদের বিরুদ্ধে মোটরসাইকেলে মহড়া দিয়ে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ রয়েছে। এসব নিয়ে স্থানীয় প্রশাসনের নীরব ভূমিকায় সাধারণ ভোটার ও বিএনপির কর্মীদের মধ্যে সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা বাড়ছে।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন বলেন, এ পর্যন্ত স্বরূপকাঠিতে বিএনপির মেয়র পদপ্রার্থী শফিকুল ইসলাম ফরিদের ৫০ জন সমর্থক আওয়ামী হামলা ও লাঞ্ছনার শিকার হয়েছে। এ অবস্থায় সুষ্ঠু নির্বাচন নিয়ে সন্দেহ দেখা দিয়েছে।
মামলায় পলাতক বিএনপির এক প্রার্থী, আরেকজনকে অপহরণের চেষ্টা : কুমিল্লার ছয় পৌরসভা নির্বাচনে অংশ নেওয়া বিএনপির মেয়র প্রার্থীদের মধ্যে গ্রেপ্তারি পরোয়ানা থাকায় মাঠে নেই চৌদ্দগ্রাম পৌরসভার মেয়র প্রার্থী ড. গোলাম মুহাম্মদ রাব্বানী। দাউদকান্দিতে বিএনপির প্রার্থী খাজা মো. ইব্রাহিম খলিল প্রচার চালানোর সময় একদল সন্ত্রাসী ডিবি পুলিশ পরিচয়ে তাঁকে অপহরণের চেষ্টা করে। এ সময় তাঁর সমর্থকরা ও পুলিশ তাঁকে উদ্ধার করে। গতকাল বিকেলে দাউদকান্দি উপজেলা পরিষদের সামনে প্রচারণার সময় বিএনপি মনোনীত প্রার্থী ও তাঁর লোকদের ওপর হামলাও চালানো হয়।
বাগেরহাট ও মোরেলগঞ্জ পৌর নির্বাচনে সব ভোটকেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে আখ্যায়িত করে সেনাবাহিনী মোতায়েনের দাবি জানিয়েছে জেলা বিএনপি। গতকাল দুপুরে বাগেরহাট প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে করে জেলা বিএনপির পক্ষ থেকে এ দাবি জানানো হয়।
পটুয়াখালীর কলাপাড়া পৌরসভায় সুষ্ঠু ভোট নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন বিএনপির মেয়র প্রার্থী হাজী হুমায়ুন কবির। গতকাল কলাপাড়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, কলাপাড়া পৌর শহরে সহস্রাধিক সন্ত্রাসীদের নিয়ে আসা হয়েছে ভোটকেন্দ্র দখল, ব্যালট ছিনতাই ও সিল পিটানোর জন্য। এ বিষয়ে রিটার্নিং অফিসার ও নির্বাচন কমিশনে লিখিত অভিযোগ দেওয়া হলেও তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না।
ময়মনসিংহের ৯ পৌরসভার মধ্যে বেশির ভাগ জায়গায় বিএনপির প্রার্থীরা প্রচার চালাতে পারছেন না বলে অভিযোগ করেছেন।
জামালপুরের সরিষাবাড়ী পৌরসভায় গতকাল আওয়ামী লীগ ও বিএনপি পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন করেছে। আরামনগর বাজার এলাকায় শনিবার রাতে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষ হয়েছে। গতকাল দলীয় কার্যালয়ের সামনে আয়োজিত বিএনপির সংবাদ সম্মেলনে বিএনপির মেয়র প্রার্থী এ কে এম ফয়জুল কবীর তালুকদার শাহীন বলেন, ‘আওয়ামী লীগ নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে প্রচারণা চালাচ্ছে। তারা নির্বাচনের আগে বিএনপির নেতাকর্মীদের এলাকা ছাড়তে হুমকি দিচ্ছে।’
পাল্টা সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী রোকনুজ্জামান বলেন, ‘কোনো কারণ ছাড়াই বিএনপির মেয়র প্রার্থীর নেতৃত্বে আওয়ামী লীগের নির্বাচনী প্রচারণায় হামলা হয়। তারা বিশৃঙ্খলা করে আওয়ামী লীগের বিজয়কে নস্যাৎ করতে চেষ্টা করছে।’ -কালেরকণ্ঠ
২৯ ডিসেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/এসবি/এসএস