লালমনিরহাটে উপজেলা ভাইস চেয়ারম্যানসহ গ্রেফতার ১১
লালমনিরহাট: লালমনিরহাটের আদিতমারী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও জামায়াত নেতা অ্যাডভোকেট ফিরোজ হায়দার লাভলুকে(৪০) গ্রেফতার করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ। সোমবার দুপুরে লালমনিরহাট জজ আদালত চত্ত্বর থেকে তাকে গ্রেফতার করা হয়।
এ বিষয়ে লালমনিরহাট সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) এইচএম মাহফুজার রহমান জানান, ফিরোজ হায়দার লাভলু নাশকতার মামলার এজাহারভুক্ত আসামি। দীর্ঘদিন ধরে তিনি আত্মগোপনে ছিলেন। সোমবার দুপুরে গোয়েন্দা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
অপরদিকে জেলার ৫টি থানা পুলিশ রবিবার দিবাগত রাতে বিশেষ অভিযান চালিয়ে জামায়াত-শিবির ও বিএনপি’র কর্মীসহ বিভিন্ন মামলার ১০ জনকে গ্রেফতার করে সোমবার দুপুরে জেলহাজতে প্রেরণ করে।
২৯ ডিসেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪ডটকম/জুবায়ের রাসেল
�