মঙ্গলবার, ২৯ ডিসেম্বর, ২০১৫, ০৮:২৬:০৭

৬৮ বছর অপেক্ষার অবসান ঘটিয়েছে ২০১৫ সাল

৬৮ বছর অপেক্ষার অবসান ঘটিয়েছে ২০১৫ সাল

ঢাকা: ২০১৫ প্রায় শেষ। আর মাত্র দুই দিন পরই পৃথিবী পা দেবে নতুন বছরে। সেই সঙ্গে কালের গর্ভে হারিয়ে যাবে আরও একটি বছর। কিন্তু ২০১৫ সাল আমাদের জাতীয় জীবনে এনে দিয়েছে কিছু সুখের স্মৃতি কিছু দুঃখের স্মৃতিও বটে। তবে আজ সুখের একটা স্মৃতি তুলে ধরবো। যার জন্য অপেক্ষা করতে হয়েছে ৬৮টি বছর। ৬৮ বছরের অবসান ঘটানো জন্য ধন্যবাদ জানাতে হয় বাংলাদেশ ও ভারতে কূটনৈতিক সম্পর্ককে। দুই দেশের এই সৃজনশীল ও বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ফলেই কিন্তু ৬৮ বছর ধরে বাংলাদেশের ভেতর ভারতের ১১১টি (১৭ হাজার ১৬০ দশমিক ৬৩ একর) ও ভারতের মধ্যে বাংলাদেশের ৫১টি (সাত হাজার ১১০ দশমিক শূন্য দুই একর) অর্থাৎ মোট ১৬২টি ছিটমহল ছিল তার সমাধান হয়েছে। অন্য একটি দেশের মধ্যে বিচ্ছিন্ন ক্ষুদ্র ক্ষুদ্র ভূখণ্ডে বসবাস করা ছিটমহলবাসী উভয় দেশেই ছিল কার্যত অবরুদ্ধ ও নাগরিক সুবিধাবঞ্চিত। দুই দেশের মধ্যে সেগুলো বিনিময়ের ফলে ১ আগস্টথেকে ছিটমহলগুলো বিলুপ্ত হয়ে সেগুলোকে ঘিরে থাকা মূল ভূখণ্ডের সঙ্গে মিশে গেছে। ফলে বিলুপ্ত ভারতীয় ছিটমহলগুলোয় উঠেছে বাংলাদেশের জাতীয় পতাকা আর বিলুপ্ত বাংলাদেশি ছিটমহলে ভারতের। ছিটমহলগুলোর প্রায় ৫২ হাজার বাসিন্দা নিজেদের প্রত্যাশা অনুযায়ী বাংলাদেশ বা ভারতের নাগরিকত্ব পেয়েছে। এখন তারা নাগরিক সুবিধার আওতায়। ছিটমহল বিনিময় করতে গিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে কে জমি বেশি পেল আর কে কম পেল, সে বিষয়কে খুব একটা গুরুত্ব দেননি উভয় দেশের নেতারা। বরং নাগরিক সুবিধাবঞ্চিত ও কার্যত অবরুদ্ধ থাকা ৫২ হাজার মানুষের সমস্যাকে মানবিক দৃষ্টিতে দেখে প্রায় সাত দশকের পুরনো সমস্যার সমাধান করেছেন তাঁরা। বর্তমান বিশ্বে সীমান্ত সমস্যার এমন শান্তিপূর্ণ সমাধান বিরল। বাংলাদেশ ও ভারতের মধ্যে ছিটমহল বিনিময়ের চুক্তি হয়েছিল ১৯৭৪ সালে, যা ঐতিহাসিক মুজিব-ইন্দিরা চুক্তি নামে পরিচিত। বাংলাদেশ ওই চুক্তি অনুমোদন করলেও সংবিধান সংশোধন জটিলতায় ভারতে তা আটকে ছিল প্রায় ৪১ বছর। ২০১১ সালে ছিটমহল বিনিময়ের পাশাপাশি দুই দেশের অচিহ্নিত সীমান্ত সমস্যার সমাধান ও অপদখলীয় ভূমি বিনিময়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ড. মনমোহন সিংয়ের মধ্যে ১৯৭৪ সালের স্থলসীমান্ত চুক্তি বাস্তবায়নে প্রটোকল স্বাক্ষরিত হয়। ২০১৩ সালে ভারতের সংসদের উচ্চকক্ষ রাজ্যসভায় বিলটি ওঠে। কিন্তু এ নিয়ে ভারতে রাজনৈতিক ঐকমত্য না থাকায় সংবিধান সংশোধন প্রক্রিয়া থমকে যায়। ২০১১ সাল থেকেই ভারতকে প্রত্যাশার চাপে রাখে বাংলাদেশ। দ্বিপক্ষীয় প্রায় প্রতিটি বৈঠকেই আনুষ্ঠানিক বা অনানুষ্ঠানিকভাবে বাংলাদেশ বিষয়টি তোলে। বিজেপি নেতা নরেন্দ্র মোদি গত বছর ব্যাপক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ভারতে সরকার গঠনের পরপরই বাংলাদেশ আবার নতুন করে বিষয়টি তোলে। মোদি বিষয়টি সমাধানের উদ্যোগ নিয়ে রাজনৈতিক ঐকমত্য সৃষ্টির চেষ্টায় সফল হন। এরপর গত মে মাসে ভারতের সংসদের উচ্চকক্ষ রাজ্যসভা ও নিম্নকক্ষ লোকসভায় বাংলাদেশের সঙ্গে সীমান্ত সমস্যা সমাধানে ঐতিহাসিক ওই বিলটি গৃহীত হওয়ার সময় আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। চোখে জল নিয়ে ১৯৭১ সালের উত্তাল দিনগুলোর স্মৃতিচারণা করেন ভারতের সংসদ সদস্যরা। কেউবা করেছেন আবৃত্তি, কেউ বা গেয়েছেন গান, আবার কেউ কেউ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ঐতিহাসিক ভাষণকে উদ্ধৃত করেছেন। ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ লোকসভায় বলেন, ভারত বাংলাদেশের সঙ্গে ভাই ভাই সম্পর্ক রাখতে চায়। বাংলাদেশের মঙ্গল চায়। বিল নিয়ে ভোটের আগে সবাইকে ‘হ্যাঁ’ সূচক ভোট দিতে সবুজ বোতাম চাপার অনুরোধ জানিয়ে সুষমা স্বরাজ বলেছিলেন, বাংলাদেশের জন্য সবুজ বার্তাটিই যেন যায়। ভারতের সংসদে সীমান্ত বিল গৃহীত হওয়ার পটভূমিতেই নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের ‘মনস্তাত্ত্বিক বাধা’ কেটে যায় এবং শুরু হয় সফর প্রস্তুতি। এক মাসের মধ্যেই ঢাকায় আসেন তিনি। মোদি নির্বাচনে জয়ী হওয়ার পর তাঁকে অভিনন্দন জানিয়ে প্রথম ফোনালাপেই ঢাকায় আসার আমন্ত্রণ জানিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর সরকারি আরো বেশ কিছু পর্যায়ে মোদির ঢাকা সফরের বিষয়ে আলোচনা হয়েছে। কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে, সফর সফল করতে সীমান্ত সমস্যার সমাধান করেই ঢাকায় আসতে চেয়েছিলেন নরেন্দ্র মোদি। আর তিনি তা করেছেনও। তাই মোদিকে সফরের আমন্ত্রণ জানানো ছিল বাংলাদেশের দিক থেকে সীমান্ত সমস্যা সমাধানের আরো এক দফা চাপ। মোদি নিজেও বাংলাদেশের সঙ্গে ভারতের সীমান্ত সমস্যার সমাধানকে বার্লিন দেয়াল পতনের মতো ঐতিহাসিক ঘটনা হিসেবে তুলনা করেছেন। আর বিষয়টিকে গুরুত্ব না দেওয়ায় তিনি পশ্চিমা বিশ্বের সমালোচনা করেছেন। যেখানে বিশ্বের বেশির ভাগ যুদ্ধ হয়েছে জমি নিয়ে, সেখানে বাংলাদেশ ও ভারত মানবিক দিক বিবেচনা করে শান্তিপূর্ণ উপায়ে জমি বিনিময় করেছে, যা নজিরবিহীন। মোদি তাঁর ঐতিহাসিক ঢাকা সফরে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামকে ঘিরে তাঁর নিজের রাজনৈতিক জীবন শুরুর কথাও তুলে ধরেন। তিনি বলেন, এ দেশকে সঙ্গে নিয়েই ভারত চলছে। ভারত এ দেশের পাশে আছে ও থাকবে। মোদির বাংলাদেশ সফরেই ছিটমহল বিনিময় প্রক্রিয়া ও নাগরিকত্ব বাছাই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ও পত্রবিনিময় হয়। এরপর দুই দেশের কর্মকর্তারা তা বাস্তবায়ন করেন। ২৯ ডিসেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪ডটকম/জুবায়ের রাসেল

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে