মঙ্গলবার, ২৯ ডিসেম্বর, ২০১৫, ০৯:২৩:২০

সুনামগঞ্জে প্রিজাইডিং ও পোলিং অফিসার প্রত্যাহার

সুনামগঞ্জে প্রিজাইডিং ও পোলিং অফিসার প্রত্যাহার

সুনামগঞ্জ: সুনামগঞ্জ পৌরসভা নির্বাচনকে সামনে রেখে সেখানকার একজন প্রিজাইডিং ও একজন পোলিং অফিসারকে প্রত্যাহার করেছে রিটার্নিং অফিসার। সোমবার (২৮ ডিসেম্বর) রাতে রিটার্নিং অফিসার মনজুর মোহাম্মদ শাহরিয়ার বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, সহকারী প্রিজাইডিং অফিসার সুজিত কুমার দেব ও পোলিং অফিসার বিপ্লব চন্দ্র দাসকে প্রত্যাহার করা হয়েছে। পক্ষপাতিত্বের অভিযোগ থাকায় তাদের সরিয়ে নেয়া হয়েছে। তিনি আরও জানান, এখানকার পৌর ভোটে ৬৬ হাজারেরও বেশি ভোটগ্রহণ কর্মকর্তা রয়েছে। তবে পরে যদি অতিরিক্ত সংখ্যা কর্মকর্তা প্রয়োজন হয় তাহলে অতিরিক্ত ভোটগ্রহণ কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়। ২৯ ডিসেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪ডটকম/জুবায়ের রাসেল

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে