মঙ্গলবার, ২৯ ডিসেম্বর, ২০১৫, ১০:১২:২১

২০ দলের জরুরি বৈঠক ডেকেছেন খালেদা

২০ দলের জরুরি বৈঠক ডেকেছেন খালেদা

ঢাকা: বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ২০ দলীয় জোটের জরুরি বৈঠক ডেকেছেন। বৈঠকে জোটের শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন। পৌর নির্বাচনে ভোটগ্রহণ শেষে আগামী বুধবার সন্ধ্যায় বিএনপির চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে। দলের একটি বিশ্বস্ত সূত্র বিষয়টি নিশ্চিত করে জানায়, ৩০ ডিসেম্বরের পৌর নির্বাচনের সার্বিক পরিস্থিতি বিশ্লেষণ ও নির্বাচনের বিভিন্ন দিক নিয়ে আলোচনার জন্যই এ বৈঠক আহ্বান করা হয়েছে। এদিকে নির্বাচনের দিন সকাল থেকে নির্বাচনী কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত বিএনপির একটি পর্যবেক্ষক দল নির্বাচন কমিশনে থাকবে বলেও সূত্র জানায়। ২৯ ডিসেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪ডটকম/জুবায়ের রাসেল

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে