মঙ্গলবার, ২৯ ডিসেম্বর, ২০১৫, ১২:১৯:৫৮

এরশাদের দুর্গে লাঙল নিখোঁজ, লড়াই হবে নৌকা-ধানের শীষে

এরশাদের দুর্গে লাঙল নিখোঁজ, লড়াই হবে নৌকা-ধানের শীষে

রংপুর: রংপুরের বদরগঞ্জ পৌরসভায় নির্বাচনী লড়াইয়ে অনেকটাই নিখোঁজ হয়ে গেছে জাতীয় পার্টি থেকে মনোনয়ন পাওয়া লাতিফুল খাবীরের লাঙ্গল প্রতীক। তবে ভোটের অংকে লড়াই হবে নৌকা ও ধানের শীষ প্রতীকে। এক্ষেত্রে অবশ্য পিছিয়ে নেই স্বতন্ত্র প্রার্থী অধ্যাপক আজিজুল হকের খেঁজুর গাছ প্রতীকও। প্রার্থীরা এখন ব্যস্ত সময় কাটছে ভোটারদের নির্বিঘ্নে ভোটকেন্দ্রে ভোট প্রদানে উৎসাহ যোগানোর পাশাপাশি নির্বাচনী সকল প্রস্তুতি সম্পন্ন করতে। রিটার্নিং অফিসার জি.এম মাহতাব উদ্দিন বাংলামেইলকে জানান, বদরগঞ্জ পৌরসভা নির্বাচনের সব ধরণের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। নিশ্ছিদ্র নিরাপত্তার মধ্যদিয়ে শান্তিপূর্ণ পরিবেশে সুষ্ঠুভাবে ভোট গ্রহণ করা হবে। বর্তমান মেয়র উত্তম কুমার সাহা পৌরসভা প্রতিষ্ঠালগ্ন থেকেই চেয়ার দখল করে আছেন। প্রতিষ্ঠা লগ্নে তিনি ছিলেন পৌর প্রশাসক। পরবর্তীতে পর পর তিনবার বিপুল ভোটে পৌর মেয়র হিসেবে নির্বাচিত হন তিনি। আওয়ামী লীগ থেকে নৌকা প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নেয়া উত্তম কুমার সাহা বাংলামেইল বলেন, ‘বদরগঞ্জ পৌরসভার ব্যাপক উন্নয়ন করেছি। যার কারণে জনগণ আমার পাশে আছে। আমি আশাবাদী এবারো জনগণ আমাকে বিপুল ভোটে নির্বাচিত করবেন।’ তবে স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচন নিয়ে শঙ্কা প্রকাশ করে বিএনপি মনোনীত প্রার্থী অধ্যাপক পরিতোষ চক্রবর্তী বলেন, ‘অতীতে এখানকার সাধারণ জনগণ এবং দলীয় নেতাকর্মীদের পাশে পেয়েছি। তাদের নিয়ে আন্দোলন ও নির্বাচন করেছি। স্থানীয় জনগণ উন্নয়নের স্বার্থে আর ভুল না করলে আমিই জয়ী হবো।’ অন্যদিকে দলীয় পরিচয় না থাকলেও জনগণ সঙ্গেই রয়েছে- এমন আত্মবিশ্বাসে প্রচারণার মাঠে আলোচনায় থাকা স্বতন্ত্র প্রার্থী অধ্যাপক আজিজুল হক বাংলামেইলকে বলেন, ‘আমি কোনো দলের প্রার্থী নই। আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে পৌর নির্বাচনে অংশগ্রহণ করছি। গত নির্বাচনে আমিই প্রধান প্রতিদ্বন্দ্বী ছিলাম। এবার আশা করছি ভোট কারচুপি না হলে আমিই মেয়র নির্বাচিত হবো।’ এর কারণ হিসেবে তিনি জানান, বিএনপি জোটের অন্যতম শরীক জামায়াত-শিবিরসহ সাধারণ জনগণ তার সঙ্গে রয়েছে। এদিকে জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, বদরগঞ্জ পৌরসভায় ভোটার সংখ্যা ১৭ হাজার ৪৮১ জন। ভোট কেন্দ্র ৯টি, বুথ রয়েছে ৫০টি। নিয়োগ করা হয়েছে প্রিজাইডিং অফিসার ৯ জন, সহকারী প্রিজাইডিং অফিসার ৫০ জন, পুলিং অফিসার ১০০ জন। । ২৯ ডিসেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪ডটকম/জুবায়ের রাসেল

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে