মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২০, ০৭:১২:৫০

নিজেদের রেশন থেকে ঘরে ঘরে খাবার পৌঁছে দিচ্ছে সেনাবাহিনী

নিজেদের রেশন থেকে ঘরে ঘরে খাবার পৌঁছে দিচ্ছে সেনাবাহিনী

নিউজ ডেস্ক: সৈনিকদের রেশনের অংশ থেকে বেঁ'চে যাওয়া খাদ্য সামগ্রী লকডাউনে বি'পর্য'স্ত হয়ে পড়া দুঃস্থ ও অসহা'য় মানুষের বাড়ি বাড়ি ত্রাণ হিসেবে পৌঁছে দিচ্ছে সেনাবাহিনী। আজ সেনা সদস্যরা কয়েকশ পরিবারের কাছে পৌঁছে দেয় অন্তত ১৫ দিনের খাদ্য সহায়তা।

একেতো ঘি'ঞ্জি এলাকা। তার মাঝে প্রচ'ন্ড বৃষ্টি এবং ঝড়ো হাওয়া। আর এর মধ্যেই টহল গাড়ি থেকে ত্রাণ না'মিয়ে কাঁধে করে পৌঁছে দেয়া হচ্ছে সাধারণ মানুষের দোরগোড়ায়। মঙ্গলবার (২১ এপ্রিল) সকালে নগরীর বায়েজীদ এলাকায় এমন পরিস্থি'তি। সৈনিকদের রেশন থেকেই ব্যবস্থা করা হয়েছে এই ত্রাণের। আছে কর্মকর্তাদের আর্থিক সহায়তা’ও।

ইষ্ট বেঙ্গল রেজিমেন্টাল সেন্টার কমান্ডার লে কর্ণেল সারোয়ার হোসেন বলেন, আমরা প্রত্যেকের বাড়ি বাড়ি এই রেশনগুলো পৌঁছে দিচ্ছি। আশা করি দশ-পনের দিকে ভালো মতো চলতে পারে।ত্রাণ সহায়তার পাশাপাশি সামাজিক দূরত্ব নিশ্চিতে’ও দিনভর কাজ করে সেনাবাহিনীর ১০টি টি'ম। সূত্র : সময় নিউজ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে