শনিবার, ২৫ এপ্রিল, ২০২০, ০৯:২৭:১৬

রমজানে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে অভিযানে র‌্যাব

রমজানে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে অভিযানে র‌্যাব

নিউজ ডেস্ক : রমজান এলেই কিছু অসা'ধু ব্যবসায়ী দ্রব্যমূল্য বাড়ানোর চেষ্টা করেন। আশা করছি, এবার সেটা হবে না। রমজানে দ্রব্যমূল্য নিয়'ন্ত্রণে থাকবে। এ লক্ষ্যে র‌্যাব সারা দেশে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করবে, পাশাপাশি গোয়ে'ন্দা অভিযানও অব্যাহ'ত থাকবে। এভাবে রমজান এলেই নিত্যপণ্যের দাম বাড়ার এ সংস্কৃতি থেকে বেরিয়ে আসার আহ্বান জানিয়েছেন র‌্যাপিড অ্যা'কশন ব্যাটালিয়নের (র‌্যাব) নতুন মহাপরিচালক (ডিজি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন।

আজ শনিবার দুপুরে র‌্যাব সদর দপ্তর থেকে অনলাইনে সাংবাদিকদের উদ্দেশ্যে নবনিযুক্ত র‌্যাব মহাপরিচালক আরো বলেন, রমজানে করোনাভাইরাস এর বিস্তার ঠেকানোর পাশাপাশি সারা দেশে আইন শৃঙ্খলা পরিস্থতি ও রমজানের বাজার নিয়ন্ত্রণে র‌্যাবের গোয়েন্দা নজরদারি বাড়ানোসহ দেশব্যাপী চেকপোস্ট ও টহল জোরদার করা হয়েছে। সেই সঙ্গে ভার্চুয়াল জগতে মনিটরিংয়ে থাকবে সাইবার মনিটরিং সেল। সাদা পোশাকে র‌্যাবের গোয়ে'ন্দা নজরদারি বাড়ানো হয়েছে। 

রমজানে তারাবি ও ঈদের নামাজের ব্যাপারে ইসলামিক ফাউন্ডেশনের নির্দে'শনা বাস্তবায়নে র‌্যাবের নজরদারি থাকবে। প্রয়োজন ছাড়া মানুষ যেন বাইরে বের না হয় সে লক্ষ্যে সামাজিক দূরত্ব নি'শ্চি'তকল্পে সারা দেশে ৩৫৮ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছে। যার মাধ্যমে দুই হাজার ২৪০ জনকে তিন কোটি ৪০ লক্ষাধিক টাকা জরি'মানা করা হয়েছে। নতুন দায়িত্বভার প্রহণ, চলমান করোনা পরিস্থিতি ও পবিত্র মাহে রমজানে র‌্যাবের গৃহীত নিরা'পত্তা ব্যবস্থা নিয়ে সাংবাদিকদের সঙ্গে অনলাইনে মতবিনিময়কালে এ কথা বলেন তিনি।

র‌্যাব মহাপরিচালক বলেন, করোনাকালে লকডাউনের সুযোগে চাল-পেঁয়াজসহ বেশ কয়েকটি নিত্যপণ্যের দাম বাড়ানোর অ'পচেষ্টা হয়েছিল। আইনশৃ'ঙ্খলা বাহিনীর তৎপরতায় তা রু'খে দেয়া সম্ভব হয়েছে। এরই মধ্যে র‌্যাব রাজধানীর বাবুবাজার, যাত্রাবাড়ীসহ বিভিন্ন স্থানে পাঁচটি অভিযান পরিচালনা করে ১০ জনকে বিভিন্ন মেয়াদে কা'রাদ'ণ্ড ও এক কোটি ৩২ লাখ টাকা জরি'মানা করেছে। সরকারি খাদ্যশস্য বিতরণেও দেশের বিভিন্ন স্থানে বেশ কয়েকজন অ'পরা'ধীকে গ্রে'প্তার ও কয়েকটি নিয়মিত মামলা করেছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে