মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২০, ১২:৩১:৪০

করোনার মধ্য ২০ দিনে বজ্রপাতে ৫৭ জনের মৃত্যু

করোনার মধ্য ২০ দিনে বজ্রপাতে ৫৭ জনের মৃত্যু

নিউজ ডেস্ক : দেশে করোনা ভাইরাসে মৃত্যু হচ্ছে প্রতিদিন। প্রতিদিন শত শত মানুষ আক্রা'ন্ত হচ্ছে। এর মধ্যেই বজ্রপাতেও ঝরছে প্রাণ। চলতি এপ্রিল মাসের ২০ দিনে বজ্রপাতে ৫৭ জনের প্রাণহা'নি ঘটেছে। গত বছরের পুরো এপ্রিল মাসে প্রাণহা'নির সংখ্যা ছিল ২১। দুর্যো'গ নিয়ে কাজ করা বেসরকারি সংগঠন ডিজাস্টার ফোরামের এক প্রতিবেদনে এ চিত্র উঠে এসেছে। 

সোমবার এ প্রতিবেদন প্রকাশ করা হয়। ডিজাস্টার ফোরামের প্রতিবেদনে ৪ থেকে ২৪ এপ্রিলের তথ্য তুলে ধরা হয়। সংবাদপত্রের প্রতিবেদন এবং দেশের ছয়টি এলাকা থেকে সরাসরি তথ্য নিয়ে ডিজাস্টার ফোরাম বজ্রপাতের এই প্রতিবেদন তৈরি করেছে বলে জানান সংগঠনটির সদস্যসচিব গওহার নঈম ওয়ারা।

ফোরামের প্রতিবেদনে বলা হয়, এপ্রিলের ২০ দিনে যে ৫৭ জনের মৃ'ত্যু হয়েছে তাদের মধ্যে ৪৭ জন পুরুষ। এরা বজ্রপাতের সময় কৃষিজমিতে কাজ করছিলেন বা মাছ ধ'রছিলেন। ডিজাস্টার ফোরামের সমন্বয়কারী মেহেরুন নেসা বলেন, জেলা ভিত্তিতে ২০ দিনে সবচেয়ে বেশি মানুষ মা'রা গেছেন উত্তরের জেলা গাইবান্ধায়। এখানে ছয়জন নিহ'ত হন। আর বিভাগের হিসাবে সবচেয়ে বেশি মানুষ মা'রা যান সিলেটে। এ বিভাগে মৃ'ত মানুষের সংখ্যা আট। বজ্রপাতে আহ'ত হন আটজন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে